কলকাতা, 6 নভেম্বর : সকালের পর বিকাল। ভাইফোঁটার দিন শহরে ফের পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হল আরও এক পথচারীর ৷ এবার ঘটনাস্থল চিংড়িহাটা মোড়। এদিন বিকেলে চিংড়িহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে সাতজন পথচারীকে। ঘটনায় 1 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত বাকি 6 জন ৷
জানা গিয়েছে, জেব্রা ক্রসিং দাঁড়িয়ে থাকা সাতজন পথচারীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 1 জনের মৃত্য হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন সন্ধে নাগাদ গাড়িটি আচমকাই জেব্রা ক্রসিংয়ের উপর চলে আসে এবং বেশ কয়েকজনকে ধাক্কা দেয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে আটক করে ৷ গাড়ির চালককে আটক করা হয়। পুলিশের অনুমান গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।