কলকাতা, ১ মে : ব্যারাকপুরে কিছু সমস্যা আছে । এই লোকসভা কেন্দ্র নিয়ে ভাবতেই হচ্ছে । ওখানে শান্তিপূর্ণ ভোট করাটাই চ্যালেঞ্জ । একান্তে ETV ভারতকে জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । তবে, শান্তিপূর্ণ ভোট করানোর বিষয়ে তিনি আশাবাদী । কারণ এবার 100% বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী ।
পাশাপাশি তিনি জানিয়েছেন, সামনের দফাগুলিতে শান্তিপূর্ণ ভোট পরিচালনাই একমাত্র লক্ষ্য । তিনি যত বেশি সম্ভব মানুষকে বুথমুখী করতে চান । সেই লক্ষ্যেই ছুটে যাচ্ছেন জেলায় জেলায় । বুঝে নিচ্ছেন পরিস্থিতি । সেই মোতাবেক তৈরি হচ্ছে প্ল্যান । মোতায়েন হচ্ছে বাহিনী ।