পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উপনির্বাচন শান্তিপূর্ণ : কমিশন - Ariz aftab

মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন হয়েছে আজ, জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । কোনও রাজনৈতিক দলের তরফে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি ।

কমিশন

By

Published : Nov 25, 2019, 11:22 PM IST

কলকাতা, 25 নভেম্বর : ঘটেছে বিক্ষিপ্ত কিছু ঘটনা । অভিযোগ জমা পড়েছে মোট 80 টি । উপনির্বাচনকে শান্তিপূর্ণ বলেই দাবি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সার্বিকভাবে আইন-শৃঙ্খলার দিক থেকে আজকের নির্বাচনে এখনও পর্যন্ত 1 জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে ।

কালিয়াগঞ্জে BJP প্রার্থী কমল সরকার তাঁর স্ত্রীকে ভোট দিতে সাহায্য করেছিলেন । বিষয়টি নজরে আসে কমিশনের । তারপরই ওই বুথের প্রিজ়াইডিং অফিসার শশীরঞ্জন শিকারিকে সরিয়ে দেয় তারা । পরে খড়গপুরে একটি বুথে ভোটিং মেশিনের সামনে আয়না লাগানোর অভিযোগ ওঠে । এই অভিযোগকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ওই বুথের ভোটগ্রহণ । বিষয়টি নজরে আসে কমিশনের । তলব করা হয় রিপোর্ট । কমিশন সূত্রে খবর, যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে আয়না নয়, সেখানে একটি কাচের দরজা ছিল । পরে অবশ্য ওই কাচের দরজা ঢেকে দেওয়া হয় । এরপর করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে । তাঁকে দেখানো হয় কালো পতাকা । পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে বুথ থেকে বেরিয়ে যেতে বলেন । তারপর ওঠে আরও বড় অভিযোগ । পিপুলখোলায় জয়প্রকাশ মজুমদারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা । তাঁকে মারধর করা হয় । লাথি মেরে ফেলে দেওয়া হয় ঝোপে ।ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে । মুকুল রায় পৌঁছান কমিশনে । তিনি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানান । পরে এই করিমপুরে CPI(M) এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । কুচাইডাঙ্গায় হয় এই সংঘর্ষের ঘটনা । তাতে দু'পক্ষেরই কয়েকজন আহত হয় বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় সাদেক খান নামে 32 বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয় । বিকেলে কালিয়াগঞ্জের 47 নম্বর বুথের পোলিং অফিসারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে । তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ওই পোলিং অফিসার BJP-র হয়ে কাজ করছিলেন । সেই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ।

দেখুন ভিডিয়ো
কোনও রাজনৈতিক দলের তরফেই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি । বুথের ভেতর তেমন বড় কোনও ঘটনা না ঘটায় নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে । আগামী 28 নভেম্বর উপ নির্বাচনের গণনা ।

ABOUT THE AUTHOR

...view details