কলকাতা, 10 অক্টোবর: 'বিজেপির মিথ্যাচারের' বিরুদ্ধে ব্লকে ব্লকে সত্যানুসন্ধান টিম পাঠাচ্ছে প্রদেশ কংগ্রেস । বিজেপি ও আরএসএস মিথ্যাচার করে এই অভিযোগে চব্বিশের লোকসভা ভোটের আগে তার বিরুদ্ধে কংগ্রেসের ডিজিটাল সৈনিকদের ময়দানে নামানো হচ্ছে ।
কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার আসার আগে থেকেই সামাজিক মাধ্যম জুড়ে পুরোনো ছবি, পুরনো ভিডিয়ো কিংবা খবর ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । যা রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে বিভিন্ন বিরোধী দলগুলোর বিরুদ্ধে বিজেপি করে থাকে বলে অভিযোগ । কংগ্রেসের দাবি, বিজেপির সেই মিথ্যাচারের বিরুদ্ধে সত্যানুসন্ধান ও রেসপন্স টিম তৈরি করছে তারা ৷ রাজ্যের প্রায় প্রতিটি ব্লকে প্রদেশ কংগ্রেসের সত্যতা অনুসন্ধান ও রেসপন্স টিমের সদস্যরা থাকবেন । পাড়ার পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে তাঁরা কাজ করবেন ।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন সূত্রে খবর, নির্দিষ্ট পাড়া, অঞ্চল কিংবা পৌর ওয়ার্ড থেকে একেবারে জেলাস্তর পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে । এই গ্রুপে বিভিন্ন ভুয়ো তথ্য ও খবর যেগুলি বিজেপি দ্বারা পরিবেশিত হয়েছে তার লিংক পোস্ট করা হবে । এলাকাভিত্তিক সদস্যরা সেই খবরের পালটা সত্য তথ্য জোগাড় করবেন । সত্য খবরটাই ছড়িয়ে দেওয়া হবে সামাজিক মাধ্যমে । একইসঙ্গে, পরিবেশন করা হবে যে, কীভাবে বিজেপি মিথ্যাচার চালাচ্ছে ।