কলকাতা, 19 এপ্রিল: দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এবার দক্ষিণ কলকাতার পাটুলির লেকের ধারে গড়ে উঠছে নতুন মন্দির । রাজ্যে যখন মেরুকরণের রাজনীতিতে তপ্ত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্ত ৷ তখন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় বার্তা দিয়ে ভবতারিণী মন্দিরের হুবহু একই নকশা ফুটিয়ে তুলছেন কারিগর মহম্মদ আজহারউদ্দিন । রাজ্যে হিংসার ঘটনার মাঝেও এ যেন এক সম্প্রীতির নজির ।
আজহারউদ্দিন থাকেন উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকায় । জাতীয় ক্রিকেট দলের একসময় অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন । আর এখন এই আজহারউদ্দিন নেতৃত্ব দিচ্ছেন নির্মাণ কর্মীদের । তবে দু'টি মন্দিরের মধ্যে একটু পার্থক্য রয়েছে ৷ আলাদা বলতে, 1855 সালে দক্ষিণেশ্বরে যে মন্দির তৈরি করেছিলেন রামনাথ মণ্ডল, তার উচ্চতা প্রায় 100 ফুট । তবে দক্ষিণের এই দক্ষিণেশ্বর মন্দিরের উচ্চতা হচ্ছে 35 ফুট । এই মন্দির উদ্বোধনের কথা ছিল বাংলার নববর্ষের দিনে । কাজ চলছিল জোরকদমে । তবে তীব্র গরমের ঠেলায় নাভিশ্বাস সকলের ৷ তাই আপাতত বেশ কয়েকদিন বন্ধ আছে সেই কাজ । ফের দিন সাত পরে কাজ শুরু হবে ।
মন্দিরের মূল মিস্ত্রী আজহারউদ্দিনের নির্দেশে কাজ করছেন অসংখ্য শিল্পীরা । দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিন উপচে পড়ে ভিড় । গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয় সেখানে । সেই মন্দিরের আদলে এবার তৈরি হচ্ছে পাটুলি লেকের ধারে এই মন্দির । এর মূল উদ্যোগ নিয়েছেন কলকাতা কর্পোরেশনের 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত । যা গোটা দক্ষিণ কলকাতার তো বটেই, গোটা মহানগরের ভক্তদের কাছে অন্যতম আকষর্ণীয় স্থান হতে চলেছে, তা বলাই বাহুল্য ।