পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dakshineswar Temple in Patuli: মহম্মদ আজহারউদ্দিনের হাতে গড়ে উঠছে পাটুলিতে ‘দক্ষিণেশ্বর’ মন্দির - পাটুলিতে দক্ষিণেশ্বর মন্দির

দক্ষিণ কলকাতা পেতে চলছে নিজস্ব দক্ষিণেশ্বর মন্দির ৷ কারণ কারিগর মহম্মদ আজহারউদ্দিনের তত্বাবধানে দক্ষিণেশ্বরের আদলে মন্দির গড়ে উঠছে পাটুলি লেকের ধারে ৷ এবার ভাসমান বাজারের সঙ্গে নতুন সংযোজন এই মন্দির ৷

Dakshineswar Temple
দক্ষিণেশ্বর মন্দির

By

Published : Apr 19, 2023, 10:05 PM IST

Updated : Apr 19, 2023, 11:03 PM IST

কলকাতা, 19 এপ্রিল: দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এবার দক্ষিণ কলকাতার পাটুলির লেকের ধারে গড়ে উঠছে নতুন মন্দির । রাজ্যে যখন মেরুকরণের রাজনীতিতে তপ্ত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্ত ৷ তখন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃঢ় বার্তা দিয়ে ভবতারিণী মন্দিরের হুবহু একই নকশা ফুটিয়ে তুলছেন কারিগর মহম্মদ আজহারউদ্দিন । রাজ্যে হিংসার ঘটনার মাঝেও এ যেন এক সম্প্রীতির নজির ।

আজহারউদ্দিন থাকেন উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকায় । জাতীয় ক্রিকেট দলের একসময় অধিনায়ক ছিলেন মহম্মদ আজহারউদ্দিন । আর এখন এই আজহারউদ্দিন নেতৃত্ব দিচ্ছেন নির্মাণ কর্মীদের । তবে দু'টি মন্দিরের মধ্যে একটু পার্থক্য রয়েছে ৷ আলাদা বলতে, 1855 সালে দক্ষিণেশ্বরে যে মন্দির তৈরি করেছিলেন রামনাথ মণ্ডল, তার উচ্চতা প্রায় 100 ফুট । তবে দক্ষিণের এই দক্ষিণেশ্বর মন্দিরের উচ্চতা হচ্ছে 35 ফুট । এই মন্দির উদ্বোধনের কথা ছিল বাংলার নববর্ষের দিনে । কাজ চলছিল জোরকদমে । তবে তীব্র গরমের ঠেলায় নাভিশ্বাস সকলের ৷ তাই আপাতত বেশ কয়েকদিন বন্ধ আছে সেই কাজ । ফের দিন সাত পরে কাজ শুরু হবে ।

মন্দিরের মূল মিস্ত্রী আজহারউদ্দিনের নির্দেশে কাজ করছেন অসংখ্য শিল্পীরা । দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিদিন উপচে পড়ে ভিড় । গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয় সেখানে । সেই মন্দিরের আদলে এবার তৈরি হচ্ছে পাটুলি লেকের ধারে এই মন্দির । এর মূল উদ্যোগ নিয়েছেন কলকাতা কর্পোরেশনের 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত । যা গোটা দক্ষিণ কলকাতার তো বটেই, গোটা মহানগরের ভক্তদের কাছে অন্যতম আকষর্ণীয় স্থান হতে চলেছে, তা বলাই বাহুল্য ।

এই প্রসঙ্গে বাপ্পাদিত্য দাশগুপ্ত জানান, দক্ষিণের মানুষজনকে এটা উপহার । দক্ষিণেশ্বর মাকে তারা সহজেই দর্শন করতে পারবেন । আর শিল্পীর কোনও ধর্ম হয় না । আজহারউদ্দিন তাঁর দক্ষতায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন এই দক্ষিণেশ্বর মন্দির । এই মন্দির নিয়ে এলাকার লোকজনের উচ্ছাস ইতিমধ্যেই প্রকাশ পাচ্ছে । কাজ ফের শুরু হবে কিছুদিন পর ৷ রঙের প্রলেপ পড়বে । আসবে মায়ের মূর্তি ৷ যা দক্ষিণেশ্বর মায়ের মূর্তির মতই হবে । সেজে উঠবে আলোক মেলায় গোটা মন্দিরের ভিতর বাহির । আশপাশের হচ্ছে মায়ের ভক্ত রামকৃষ্ণ, সারদা মা, বামাক্ষ্যাপার মূর্তি ।

উল্লেখ্য, বাপ্পাদিত্য দাশগুপ্তর হাত ধরে পাটুলি চত্ত্বর ক্রমশ কলকাতাবাসী কাছে আকষর্ণীয় হয়ে উঠেছে । ঝিল পাড় সাজিয়ে তোলা থেকে সেখানে সন্ধ্যায় মনোরম পরিবেশে বসে সময় কাটানোর জায়গা । এলাকা জুড়ে বিভিন্ন মনীষীদের মূর্তি । আলোর মেলায় লেখা কলকাতার প্রতি প্রেমের বার্তা । আর এবার নয়া সংযোজন দক্ষিণেশ্বরর আদলে মন্দির ।

আরও পড়ুন:প্যাকেটজাত দুধ বিকোচ্ছে সর্বাধিক বিক্রয়মূল্যের চেয়ে বেশি দামে, শহরে চলছে অভিযান

Last Updated : Apr 19, 2023, 11:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details