পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যু রোগীর, বিক্ষোভ আত্মীয়দের - suicide

লেকটাউনের একটি নার্সিংহোম থেকে পড়ে মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির। এই ঘটনার পর নার্সিংহোমে ভাঙচুর চালানোর চেষ্টা করে পরিবারের লোকজন। ঘটনাস্থানে লেকটাউন থানার পুলিশ।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 7, 2019, 11:41 PM IST

লেকটাউন, 7 এপ্রিল : লেকটাউন সংলগ্ন এলাকার এক নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়। এই ঘটনায় নার্সিংহোমের নিরাপত্তা নিয়ে গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।

দেখুন ভিডিয়ো

4 এপ্রিল থেকে লেকটাউন সংলগ্ন এলাকার এক নার্সিংহোমের ICCU-তে ভরতি ছিলেন অশোক হাজরা (62)। হার্টে ফুটো থাকায় শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। আজ সকালে তিনি বাথরুমে যান। পরে ICCU-র নার্সরা জোরে আওয়াজ পান।

পরে দেখা যায় অশোকবাবুর দেহ নীচে পড়ে রয়েছে। ঘটনাস্থানেই মারা যান তিনি। এরপর অশোকবাবুর পরিবারের সদস্যরা নার্সিংহোমে বিক্ষোভ দেখান। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details