কলকাতা, 5 ফেব্রুয়ারি: তিনি চিকিৎসক নন। একজন ভুয়ো চিকিৎসক। অথচ, নিজেকে একজন চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে নার্সিংহোম চালান মুজিবুর রহমান নামের এক ব্যক্তি। ওই নার্সিংহোমে অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পরে এক রোগীর মৃত্যুর ঘটনায়, বাসন্তী থানার অধীনস্থ ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিলের কথা বলল রাজ্যের স্বাস্থ্য কমিশন।
স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই নার্সিংহোম চালান মুজিবর রহমান নামে এক ব্যক্তি। সবাইকে তিনি চিকিৎসক বলে পরিচয় দেন।" অভিযোগকারীর বক্তব্য, এই মুজিবর রহমান তাঁর রোগীর অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার করেন। তাঁরা পরে জানতে পারেন, তিনি চিকিৎসক নন। এদিকে, অস্ত্রোপাচারের পরে রোগীর সমস্যা দেখা দেয়। তখন তাঁকে অন্য একটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানে এক দিন থাকার পরে এই রোগীর মৃত্যু হয়।
আরও পড়ুন:রোগীকে বাড়িতে পাঠানো যেত না ? প্রশ্ন তুলে বিলের অর্ধেক টাকা ফেরতের নির্দেশ