পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুয়ো চিকিৎসকের নার্সিংহোমে রোগীর মৃত্যু, লাইসেন্স বাতিলের নির্দেশ স্বাস্থ্য কমিশনের - বাসন্তী থানা

বাসন্তী থানার অধীনস্থ এক নার্সিংহোম চালান মুজিবুর রহমান নামে এক ভুয়ো চিকিৎসক ৷ নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গোটা ঘটনাটি সামনে আসে ৷ সংশ্লিষ্ট নার্সিংহোমটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য কমিশন ৷

ভুয়ো চিকিৎসকের নার্সিংহোমে রোগীর মৃত্যু
ভুয়ো চিকিৎসকের নার্সিংহোমে রোগীর মৃত্যু

By

Published : Feb 6, 2021, 1:04 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: তিনি চিকিৎসক নন। একজন ভুয়ো চিকিৎসক। অথচ, নিজেকে একজন চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে নার্সিংহোম চালান মুজিবুর রহমান নামের এক ব্যক্তি। ওই নার্সিংহোমে অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচারের পরে এক রোগীর মৃত্যুর ঘটনায়, বাসন্তী থানার অধীনস্থ ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিলের কথা বলল রাজ্যের স্বাস্থ্য কমিশন।

স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "এই নার্সিংহোম চালান মুজিবর রহমান নামে এক ব্যক্তি। সবাইকে তিনি চিকিৎসক বলে পরিচয় দেন।" অভিযোগকারীর বক্তব্য, এই মুজিবর রহমান তাঁর রোগীর অ্যাপেন্ডিক্স অস্ত্রোপচার করেন। তাঁরা পরে জানতে পারেন, তিনি চিকিৎসক নন। এদিকে, অস্ত্রোপাচারের পরে রোগীর সমস্যা দেখা দেয়। তখন তাঁকে অন্য একটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানে এক দিন থাকার পরে এই রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন:রোগীকে বাড়িতে পাঠানো যেত না ? প্রশ্ন তুলে বিলের অর্ধেক টাকা ফেরতের নির্দেশ

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "অ্যাপেন্ডিক্স-এর সমস্যা নিয়ে ওই নার্সিংহোমে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন এই রোগী। এই মামলায় আমরা লোকাল পুলিশকে রিপোর্ট দিতে বলেছিলাম। প্রথমে এসডিপিও বারুইপুর রিপোর্ট দেন। তবে, সেই রিপোর্টে আমরা সন্তষ্ট হইনি ।"


পরে এসপির নির্দেশে অ্যাডিশনাল এসপি তদন্ত করেন এবং জানা যায় যে, এই নার্সিংহোমে রেজিস্ট্রার মেইন্টেন করা হয় না। এই নার্সিংহোমে একমাত্র স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যে রোগী ভর্তি হন, সেটাই রেজিস্ট্রারে দেখা যায়। কমিশনে এই নার্সিংহোম জানিয়েছিল, অস্ত্রোপচার পরের কথা, এই রোগী ওই নার্সিংহোমে ভর্তিই হননি।"


স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন বলেন, "এই নার্সিংহোমকে সাসপেন্ড করতে বলেছি । সিএমওএইচকে বলেছি, এই নার্সিংহোমের লাইসেন্স বাতিলের জন্য প্রক্রিয়া শুরু করুন।" এই নার্সিংহোমে অন্য কোনও চিকিৎসকের হদিশ পাওয়া যায়নি বলেও তিনি জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details