কলকাতা, 21 অগাস্ট : রাজনৈতিক ময়দানে এক সময়ের সহকর্মী ৷ কাজের ফাঁকে বন্ধুত্বটাও হয়েছিল বেশ ৷ তাদের দেখে মনে হত 'মমতা'-ময়ী মায়ের যেন দুই সন্তান ৷ কানন ও পার্থ ৷ বছর কয়েক আগেও ভাবেননি একে বিরোধীতে পরিণত হবেন তাঁরা ৷ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন অনেকবার ৷ কিন্তু, শেষ রক্ষা হয়নি ৷ 14 অগাস্ট বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন শোভন চট্টোপাধ্যায় ৷ সেদিনও 'বিরোধী বন্ধু' শোভনের BJP-তে যোগ নিয়ে বিশেষ কিছু মন্তব্য শোনা যায়নি পার্থ চট্টোপাধ্যায়ের গলায় ৷ তবে, তাঁর গলায় শোনা গেছিল অভিমানের সুর ৷ বলেছিলেন, "সম্পর্ক যদি জোড়া না লাগে তবে তার দায়িত্ব কার?" আজও এক সংবাদিক বৈঠকে শোভনের BJP-তে যোগ নিয়ে পার্থর গলায় শোনা গেল অভিমানের সুর ৷ বললেন, "আমি তৃণমূল চলে গেলেও ক্ষতি হবে না । যে দিন মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় থাকবেন না, সে দিনই, সেটাই হবে বড় ক্ষতি । মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, লতা পাতা ওকে জড়িয়ে থাকবে । যাঁরা জড়িয়ে না থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন, তাঁরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না । কেউ পারেনি । সবাইকে ফিরতে হয়েছে ।"
আজ বিধানসভায় BA কমিটির বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ বিশেষ এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় জালিয়ানাওয়ালাবাগের শতবর্ষ পূর্তিতে বিশেষ বক্তব্য পেশ হবে অধিবেশনে । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ উপলক্ষ্যে হবে আলোচনা । এ ছড়াও, বেশ কিছু বিল আসার কথা রয়েছে বিধানসভায় । এ বিষয়ে সাংবাদিকে বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "নতুন রাজ্যপাল এসেছেন । বিলের সই পেন্ডিং রয়েছে । সই ও ছাপার অপেক্ষায় থাকা বিলগুলোকে মুক্ত করে আনতে শ্রমমন্ত্রী মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে ।"