কলকাতা, 5 ডিসেম্বর:সকাল সকাল আবারও মেট্রোয় বিভ্রাট । এ বার আত্মহত্যা নয় ৷ মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যন্ত্রণা পোহাতে হল মেট্রো যাত্রীদের । মেরামতির সময় পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউনে দুটি করে মেট্রো চলাচলের বদলে একটি করে মেট্রো চালানো হল ৷ অর্থাৎ আপ লাইনে মেট্রো এলে ডাউনে বন্ধ ৷ একইরকম ভাবে ডাউন লাইনে মেট্রো এলে আপের মেট্রো বন্ধ ৷ এর ফলে সপ্তাহের দ্বিতীয় দিনে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷
আজ সকাল 8.50 মিনিটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হঠাৎই কিছু বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় । এই খবর পেয়েই মেট্রোর কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে । এখনও সেই কাজ চলছে । দ্রুত সমস্যার নিষ্পত্তি করে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হবে । সমস্যাকে যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় এবং একইসঙ্গে পরিষেবা স্বাভাবিক রাখা যায়, তাই মেট্রো কর্তৃপক্ষের তরফে আপাতত লাইনে একটি করেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অর্থাৎ পার্ক স্ট্রিট ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে একটি করে ট্রেন চালানো হবে । অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে একইভাবে একটি গাড়ি চালানো হচ্ছে । এই লাইনে গতি নিয়ন্ত্রণ করে চালানো হচ্ছে ।