কলকাতা, 30 অক্টোবর:'পঞ্চভূত চর্চা'র নামে অপবিজ্ঞান প্রচারের সরকারি আয়োজন বন্ধের দাবি তুলল 'পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ' (Paschim Banga Vigyan Mancha) ৷ তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক (Ministry of Science and Technology) কয়েকটি 'বিজ্ঞান সম্মেলন' (Science Conference) আয়োজন করতে চলেছে ৷ যেগুলিকে পঞ্চভূতের নামে নামাঙ্কিত করা হয়েছে ৷ বিজ্ঞান মঞ্চের সদস্যদের বক্তব্য, ভারত বা অন্য যেকোনও প্রাচীন সভ্যতার জ্ঞান মানবজাতির ঐতিহ্যের অঙ্গ ৷ সে সমস্ত নিয়ে চর্চা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ৷ কিন্তু সেগুলি কোনও মতেই আধুনিক বিজ্ঞানের অঙ্গ নয় ৷ তাই, এই 'অপবিজ্ঞান' প্রচারে সরকারি আয়োজন বন্ধ করা হোক ৷
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মহাপাত্র বলেন, "দেরাদুনে নভেম্বর মাসের 4 থেকে 6 তারিখ 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (Indian Space Research Organisation)-এর সহায়তায় অনুষ্ঠিত হতে চলেছে 'আকাশ' ৷ অথচ কোনও সরকারি বিভাগ বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ওয়েবসাইটেও এই বিজ্ঞান সম্মেলনের উল্লেখ পাওয়া গেল না ! কোনও অনুষ্ঠানসূচিও দেখা গেল না ! 35 জন বিশেষজ্ঞের এই সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা ৷ কিন্তু, তাঁদের কারও নাম জানা গেল না ! অতীত অভিজ্ঞতা থেকে সন্দেহ হয় যে এই সম্মেলনে বিজ্ঞানের নামে অবিজ্ঞানের চর্চা হবে ! একদিকে বিজ্ঞান গবেষণায় অর্থ বরাদ্দ ক্রমশ কমানো হচ্ছে, অন্যদিকে নানা কুসংস্কার, কুপ্রথা ও অপবিজ্ঞানকে সরকারি আনুকূল্যে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে ৷"