পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paschim Banga Vigyan Mancha: দিল্লি এইমসে 'স্পিরিচুয়াল মেডিসিন' বিভাগ চালু হওয়ায় সরব বঙ্গের বিজ্ঞান মঞ্চ - অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স

দিল্লির এইম-এর 'স্পিরিচুয়াল মেডিসিন' বিভাগ চালু! তারই বিরুদ্ধে সরব হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। তাদের বক্তব্য "দৈব চিকিৎসা ব্যবস্থাকে ফিরিয়ে আনার অপচেষ্টা" চলছে ৷

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ
Paschim Banga Vigyan Mancha

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 3:52 PM IST

কলকাতা, 19 অক্টোবর: দেশের আধুনিক চিকিৎসা ও চিকিৎসা গবেষণার অন্যতম পথিকৃৎ সংস্থা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) দিল্লি 1956 সালে প্রতিষ্ঠিত হয়। গত 67 বছর ধরে দেশের আধুনিক চিকিৎসা ও ওষুধ গবেষণার ক্ষেত্রে এবং বিনামূল্যে বা নামমাত্র মূল্যে সর্বাধুনিক চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এইমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। সম্প্রতি সেই এইমস, দিল্লি কর্তৃপক্ষ 'স্পিরিচুয়াল মেডিসিন' নামক একটি বিভাগ চালু করতে একটি 'অভূতপূর্ব' আদেশনামা জারি করা হয়েছে। তারই বিরুদ্ধে সরব হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।

তাদের বক্তব্য, "আদিম দৈব চিকিৎসা ব্যবস্থাকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টা। স্পিরিচুয়াল মেডিসিন কোনওভাবেই আধুনিক চিকিৎসা বিদ্যার অংশ নয়।" পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেন, "স্পিরিচুয়াল মেডিসিন কোনওভাবেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অংশ নয়। আদিম সমাজের জাদু ও দৈব চিকিৎসা ইত্যাদি থেকে হাজার হাজার বছর ধরে ধাপে ধাপে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মাধ্যমে বর্তমান যুগের আধুনিক চিকিৎসা বিদ্যার উদ্ভব হয়েছে। এইমস দিল্লির এই পদক্ষেপ আবার সেই আদিম দৈব চিকিৎসা ব্যবস্থাকে নতুন মোড়কের মাধ্যমে ফিরিয়ে আনার অপচেষ্টা। আধুনিক চিকিৎসা বিদ্যার মূলে রয়েছে বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ, যাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করবে এই পদক্ষেপ।"

বিজ্ঞান মঞ্চের আরও অভিযোগ, ভারতবর্ষের কোটি কোটি শিশু অপুষ্টিতে ভুগছে। রক্তাল্পতা, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু খুবই আশঙ্কাজনক। প্রতিবছর দেশের প্রায় চার কোটি মানুষ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দারিদ্র্য সীমার নীচে চলে যান। এই অবস্থায় চিকিৎসা পদ্ধতিতে এই অবৈজ্ঞানিক 'স্পিরিচুয়াল মেডিসিন'কে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য দেশের মানুষকে আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার বদলে অন্ধবিশ্বাস, কুসংস্কার, জাদু চিকিৎসার দিকে ঠেলে দেওয়া, যা দেশের আইন বিরুদ্ধ।" তাই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই পশ্চাদপদ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ও নিন্দা করছে। অবিলম্বে এই পদক্ষেপ বন্ধ করার দাবি জানাচ্ছেন সংগঠনের নেতারা।

আরও পড়ুন:জীবিত পুলিশ অফিসারকে মৃত ঘোষণা! অভিযোগ অস্বীকার এইমস হাসপাতালের

ABOUT THE AUTHOR

...view details