পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধায়ক পদ নিয়ে সিদ্ধান্ত নেবে দল, সাবধানী মন্তব্য মুকুলের - মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য মুকুলের

মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা হাইকোর্টে পুননির্বাচনের মামলা দায়ের করা থেকে বিজেপির তরফে তাঁর বিধায়ক পদ খারিজ, এসব নিয়েই আজ সল্টলেকের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য তৃণমূলে যোগদানকারী মুকুল রায় ৷

মুকুলের
মুকুলের

By

Published : Jun 18, 2021, 9:04 PM IST

কলকাতা, 18 জুন : রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত তিনি ৷ তিনি হলেন মুকুল রায় ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে পা রেখেছেন সদ্য ৷ ইতিমধ্যেই সেই নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ তাঁর বিধায়ক পদ খারিজ করা নিয়ে আওয়াজ উঠেছে বিজেপির তরফে ৷ আজ নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে তিনি বলেন , "কেউ তাঁর সিদ্ধান্তের ভিত্তিতে আবেদন করতেই পারেন ৷ আমি এব্যাপারে কী বলব ৷ আগে কী আইন আছে দেখব, তারপর সিদ্ধান্ত নেব ৷ দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে ৷ "

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোসাবা, বলরামপুর, দক্ষিণ বনগাঁ, ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " এবিষয়ে আমি ব্যক্তিগত কী মতামত দেব ৷ মামলা দায়ের করা হয়েছে ৷ বিচারক একমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ৷ নির্দিষ্ট দিনে তিনি রায় জানাবেন ৷ "

মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কী বললেন মুকুল রায় ?

অন্যদিকে গতকাল রাতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের নামে 'তৃণমূলের সেটিং মাস্টার' লেখা পোস্টার পড়ে বিজেপি সদর দফতর সহ বেশ কিছু জায়গায় ৷ সেই নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ এব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেন ৷

আরও পড়ুন :WTC Final : বৃষ্টিতে ধুয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা

ABOUT THE AUTHOR

...view details