কলকাতা, 13 মার্চ : কারখানার কিছুটা অংশে আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ ট্যাংরায় মেহের আলি রোডে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের 12 ঘণ্টা কেটে গিয়েছে ৷ সম্পূর্ণ আগুন নেভেনি, জানালেন দমকল আধিকারিক দেবতনু ঘোষ ৷ গতকাল বিকেল নাগাদ আগুন লাগে এই গুদামে ৷ দাহ্য বস্তু এবং রাসায়নিক পদার্থ ভর্তি থাকায় গুদামের ভিতরে ঢোকা যাচ্ছে না, জানালেন আধিরকারিক ৷ সারারাত দমকলবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গিয়েছেন । এখনও চলছে (Parts of Tangra factory fire is extinguished by Firefighters in Kolkata) ৷
দমকল সূত্রে জানা গিয়েছে, গুদামের মধ্যে কাপড়, রাসায়নিক পদার্থ ছাড়াও প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং তার রাখা ছিল । সেগুলি সারারাত ধরে পুড়েছে । দমকল বহু চেষ্টাতেও জল দিয়ে এই লেলিহান আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ।
তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে কেমিক্যাল পুড়ছে, অথচ কেন ওয়েট ফোম ব্যবহার করা গেল না ? রাসায়নিক পদার্থ আগুনে পুড়লে, তা নেভাতে দমকলবাহিনী সাধারণত ওয়েট ফোম ব্যবহার করে । কিন্তু ট্যাংরার অগ্নিকাণ্ডে ওয়েট ফোম ব্যবহার করতে দেখা যায়নি দমকলকে । শুধু জল দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী ।