কলকাতা, 15 জুলাই: উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, জানাচ্ছে হাওয়া অফিস । পূর্বাভাস অনুযায়ী, 18 জুলাই থেকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । 16 জুলাই পর্যন্ত উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । তবে দক্ষিণের জন্য নতুন কোনও পূর্বাভাস নেই ৷ আগের মতোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷
আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে ভারী কোনও বৃষ্টির সম্ভাবনা এখনই নেই । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বিক্ষিপ্ত বৃষ্টি হবে । পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে একটু বেশি বৃষ্টি হবে । 15 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । কারণ নিম্নচাপ এখনও সমুদ্রের উপরে রয়েছে । এর ফলে উপকূলে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইবে" (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with one or two spells of rain likely to occur in South Bengal) ৷