পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বঙ্গে আংশিক লকডাউন জারি হতেই তৎপর জেলা প্রশাসন - partial lockdown in bengal

শুক্রবার সন্ধ্যায় নবান্নের তরফে রাজ্যে আংশিক লকডাউনের নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সরকারি এই নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল 7টা থেকে 10টা এবং বিকেলে 3টে থেকে 5টা অবধি মুদির দোকান এবং বাজার খোলা থাকবে ৷ জিম, পার্ক, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, সুইমিং পুল, শপিংমল, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দক্ষিণ 24 পরগনার জেলাশাসক অন্তরা আচার্য জানান, রাজ্য সরকারের নির্দেশিকা পাওয়ার পর থেকেই বিভিন্ন থানা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার চলানো হচ্ছে ।

বঙ্গে আংশিক লকডাউন ৷
বঙ্গে আংশিক লকডাউন ৷

By

Published : Apr 30, 2021, 10:33 PM IST

আলিপুর, 30 এপ্রিল: করোনা পরিস্থিতিতে আবারও লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যজুড়ে আংশিক লকডাউন ঘোষণা করেছে নবান্ন ৷ অনির্দিষ্টকালের জন্য জিম, পার্ক, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, সুইমিং পুল, শপিংমল, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

দিনে রাজ্যে করোনা সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে 17 হাজার ৷ সংক্রমণ রুখতে বড়সড় পদক্ষেপ করল নবান্ন । আগামিকাল থেকে সময় বেঁধে বাজারহাট ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে এমনটাই জানিয়েছে নবান্ন । সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান ও বাজার ৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের ক্ষেত্রেও এই একই সময় প্রযোজ্য ৷ বাজারহাটের উপর বিশেষ নজরদারি চালাবে প্রশাসন । হাটে-বাজারে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যকীয় ৷ আগামিকাল থেকে যেকোন জমায়েত, সামাজিক অনুষ্ঠানের উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ।

বঙ্গে আংশিক লকডাউন জারি হতেই তৎপরতার সঙ্গে প্রচার চালানো হল কাকদ্বীপে ৷

দক্ষিণ 24 পরগনা জেলার পুলিশ-প্রশাসন এ বিষয়ে তৎপরতার সঙ্গে প্রচার চালাচ্ছে ৷ জেলাশাসক অন্তরা আচার্য বলেন, "ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশ আমাদের হাতে এসেছে ৷ আগামিকাল থেকেই গোটা রাজ্যে এই নির্দেশ জারি করা হচ্ছে ৷ বাদ যাবে না দক্ষিণ 24 পরগনাও ৷ সরকারি এই নির্দেশিকা অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে । নির্দেশ পাওয়ার পর থেকেই তৎপরতার সঙ্গে বিভিন্ন থানা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার চলানো হচ্ছে ।"

আরও পড়ুন: হোম সেন্টারে উচ্চমাধ্যমিক, বাতিল একাদশের বার্ষিক পরীক্ষা

ABOUT THE AUTHOR

...view details