কলকাতা, 26 সেপ্টেম্বর : বিদ্যাসাগর কলেজে আজ বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয় ৷ বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
কয়েকদিন আগে যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় বলেছিলেন, "পার্থ চট্টোপাধ্যায় গেলে যাদবপুরের উপাচার্য উঠে দাঁড়ান আর রাজ্যপাল গেলে শুয়ে থাকেন, স্পাইনলেস ৷" এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উঠে দাঁড়াতে গেলেও তো মেরুদণ্ড লাগে ৷ মেরুদণ্ডবিহীন একটা লোক তো উঠে দাঁড়াতে পারে না ৷ বাবুলকে বিজ্ঞানটা জানতে বলো ৷ গান জানলেই সব জানে না ৷"
ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য় আজ বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান করছে BJP ৷ তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দেখার কী আছে ? বিদ্যাসাগর সবার ৷ যে দুষ্কৃতীরা মুন্ডু উড়িয়ে দিল তারা যদি এখন মুন্ডু নিয়ে নৃত্য করে তাহলে আমরা কী করতে পারি ? আমরা তাঁকে শ্রদ্ধা, স্মরণে, ভালোবাসায় আমাদের শ্রেষ্ঠ মনীষীকে স্মরণ করছি ৷ এখন এরা প্রায়শ্চিত্ত করছে ৷"
14 মে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের কাছে গো ব্যাক অমিত শাহ স্লোগান দেয় TMCP কর্মীরা । এরপরই তাদের দিকে তেড়ে যায় BJP কর্মীরা । উভয়পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় । বিদ্যাসাগর কলেজের সামনে আগুন লাগায় দুষ্কৃতীরা । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি ।
সেই ঘটনার পর 11 জুন কলেছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তবে সেটি ছিল ফাইবারের মূর্তি । আজ সেই জায়গায় ব্রোঞ্জের মূর্তি বসানো হয় ৷