কলকাতা, 8 জুন : সিঙ্গুর আন্দোলনকে 'ভুল' বলে দাবি করায় মুকুল রায়কে 'পাগল' বললেন পার্থ চট্টোপাধ্যায় ।
আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে সিঙ্গুর আন্দোলন 'ভুল' বলে দাবি করেন মুকুল রায় । তাঁর কথায়, "টাটাদের কারখানা করতে না দেওয়া বড় ভুল ছিল । তাতে শিল্পমহলে ভুল বার্তা গেছে । সিঙ্গুরের জমি এখন না চাষের কাজে লাগছে, না কারখানার কাজে লাগছে । তাই সিঙ্গুরের মাটি তৃণমূলের নীতিকে খারিজ করেছে ।" এই মন্তব্যের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "পাগলের কথা শুনে কোনও লাভ আছে আমাদের ? এরা পাগল । এভাবে কেউ বলে ভুল ছিল ? আর ওই আন্দোলনে উনি ছিলেন না । যেদিন সিঙ্গুর আন্দোলন শুরু হয়েছিল, সেদিন দিল্লিতে বসেছিলেন । এই সব কথা কেন বলছেন ? উনি ঐতিহাসিক কৃষক আন্দোলনকে অপমান করছেন । করুক ।"
গঙ্গারামপুর ইশুতে দিলীপ ঘোষকে আক্রমণ করে পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "আপনি এরকম করবেন না । অনেক কিছুই তো করেছেন । রাজ্য গঠনের কথা বলুন । নিয়ম ভাঙার গান গেয়ে মানুষের রক্ত ঝরাবেন না ।" BJP-র বিজয় মিছিলে প্রশাসন কেনও বাধা দিচ্ছে এর উত্তরে পার্থবাবু বলেন, "বিজয় মিছিল করতে নিষেধ আছে তাই প্রশাসনের তরফে বাধা দেওয়া হচ্ছে । আমরা তো 2011 ও 2016 সালে জিতেছি । বিজয় উৎসব করিনি । এবারেও ভোটের নিরিখে এবং আসনের নিরিখে আমরা জয়ী । তবুও বিজয় মিছিল করিনি । আসলে এরা চাইছে আইন-শৃঙ্খলার অবনতি করে মানুষের রক্ত ঝরাতে । অথচ, বাংলার উন্নয়নে কোনও ভূমিকা নেই। এরা বিজয় মিছিল করছে ? না রক্ত ঝরানোর মিছিল করছে ? মানুষই এদের বিচার করবে।"