পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, শুনলেন একাধিক অভিযোগ - Partha chatterjee yesterday held a meeting with student unions, heared the problems

রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৈঠকে দেশ এবং রাজ্যজুড়ে ছাত্রদের সমস্যার কথা শুনেছেন শিক্ষামন্ত্রী ।

পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Aug 27, 2019, 9:30 AM IST

কলকাতা, 27 অগাস্ট : রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । ছাত্র পরিষদের সদস্যদের পাশাপাশি SFI-এর সঙ্গেও বৈঠক করেন তিনি । বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কাছ থেকে পরামর্শ চান । রাজ্য ছাত্র পরিষদের সহ-সভাপতি সমদীপ ঘোষ, SFI-এর সৃজন ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন ।

বৈঠকে দেশ এবং রাজ্যজুড়ে ছাত্রদের সমস্যার কথা শুনেছেন শিক্ষামন্ত্রী । কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করেছেন ছাত্র সংগঠনের নেতৃত্ব । ছাত্র স্বার্থ বিরোধী কোনও কাজকে মেনে নেওয়া হবে না, বলে শিক্ষামন্ত্রীকে জানান SFI-এর সদস্যরা । গতকালের বৈঠকে ছাত্র পরিষদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, উচ্চ শিক্ষায় কেন্দ্রীয় সরকারের আনা খসড়া বিল, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এবং ছাত্র সংসদ নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে । রাজ্য ছাত্র পরিষদের সহ-সভাপতি সোমদীপ ঘোষ জানান, শিক্ষামন্ত্রীর কাছে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোয় দ্রুত নির্বাচন করার দাবি জানানো হয়েছে । শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সরকার ছাত্র সংসদ নির্বাচন করার ব্যাপারে আগ্রহী । কিন্তু প্রশাসনিক সমস্যার কারণে তা সম্ভব হচ্ছে না৷

দ্রুত ছাত্র সংসদ নির্বাচন এবং রাজ্যের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য, রাজ্যের স্কুল কলেজগুলোতে ছাত্র-শিক্ষক অনুপাতের ভিত্তিতে শিক্ষক নিয়োগ এবং শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের যথাযথ পদক্ষেপ করার জন্য ছাত্র পরিষদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে দাবি জানানো হয়েছে বৈঠকে । অন্যদিকে, ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে, স্কুলের মিড ডে মিল যাতে গুণমান বজায় রেখে দেওয়া যায়, সে দিকে নজর দেওয়ার জন্য । স্কুল-কলেজের ভরতির খরচ কম করার আবেদনও জানানো হয়েছে । অনগ্রসর এলাকায় শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে শিক্ষামন্ত্রীকে । সরকারি পরিবহনে ছাত্রদের ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে SFI ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details