কলকাতা, 28 ফেব্রুয়ারি: যোগাসন শিখতে চান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee wants to Learn Yoga) ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার কারণে বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন ৷ সেখানেই তিনি যোগাসন শিখতে চান বলে জানা গিয়েছে ৷ সংশোধনাগার সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) চিকিৎসক ও স্বয়ং পার্থ চট্টোপাধ্যায় কারা কর্তৃপক্ষের কাছে এই আবেদন করেন । সেই আবেদন মঞ্জুরও হয়েছে ৷
যদিও এই বিষয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার (Presidency Correctional Home) সূত্রের খবর, প্রত্যেক আবাসিকের জন্যই প্রত্যেকদিন শারীরিক ব্যায়ামের একটি ক্লাস করা হয় । কিন্তু অন্যান্য আবাসিকদের সঙ্গে প্রেসিডেন্সি সংশোধনাগারের ক্যাম্পাসেই পার্থ চট্টোপাধ্যায়ের ব্যায়াম করানো নিরাপত্তার দিক দিয়ে কতটা যথাযথ হবে, সেই বিষয়ে ইতিমধ্যেই কারা কর্তৃপক্ষ কথা বলছে । ওই সূত্র জানাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় যে সেলে রয়েছেন, সেখানেই কোনও যোগাসনের ক্লাসের ব্যবস্থা করানো যেতে পারে । সেদিক থেকে কতটা কী করা সম্ভব হবে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে ।
2022 সালের 23 জুলাই গভীর রাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তার পর থেকে কখনও ইডি ও কখনও সিবিআই হেফাজতে থেকেছেন তিনি ৷ আর বাকি সময়টা প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হয়েছে তাঁকে ৷ সূত্রের খবর, সেখানে থাকাকালীনই তিনি কখনও রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ আবার কখনও তাঁর চিকিৎসার জন্য দাবি করেছেন ।