পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee: তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না, মন্তব্য পার্থর - সিপিএম

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আপাতত তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয় ৷ সেই সময় তিনি বলেন, ‘‘তৃণমূলের (Trinamool Congress) কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷’’

partha-chatterjee-says-no-one-can-harm-trinamool-congress
Partha Chatterjee: তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না, মন্তব্য পার্থর

By

Published : Dec 12, 2022, 12:43 PM IST

Updated : Dec 12, 2022, 1:29 PM IST

তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না, মন্তব্য পার্থর

কলকাতা, 12 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷ সোমবার এই কথাই জানালেন রাজ্যের শাসক দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) জুলাইয়ের শেষে গ্রেফতার হন তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ আপাতত তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ সেই সংক্রান্ত মামলাতেই এদিন তাঁকে আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হয় ৷ আদালতে প্রবেশের মুখে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান যে ডিসেম্বর নিয়ে তৃণমূল কংগ্রেসকে হুমকি দেওয়া হচ্ছে । এতে কি তৃণমূলের কোনও ক্ষতি হবে ? তখনই উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘তৃণমূলের কেউ কোনও ক্ষতি করতে পারবে না ৷’’

রাজনৈতিক মহলের মতে, এই মুহূর্তে তৃণমূলে ব্রাত্য পার্থ । দল তাঁর পাশে দাঁড়ায়নি । তৃণমূল তাঁকে সবরকম পদ থেকে তো সরিয়ে দেওয়া হয়েছেই, মন্ত্রিসভা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে । তবুও তিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই রয়েছেন ৷ এদিন সেই বার্তাই দিতে চাইলেন তিনি ৷

আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়ের এভাবে তৃণমূলের পাশে দাঁড়ানো নিয়ে বিরোধীরা রাজ্যের শাসক দলকে আক্রমণ করেছে । বঙ্গ বিজেপির (BJP) অন্যতম মুখপাত্র শমীক ভট্টাচার্যর কটাক্ষ, ‘‘প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস যাই বলুক না কেন, শাসক দল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই আছে । এবং পার্থ চট্টোপাধ্যায়ও দলের সঙ্গেই আছেন । পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ । এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিতে তৃণমূল এবং পার্থ চট্টোপাধ্যায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে । এর থেকে কাউকে আলাদা করা যাবে না ।’’

অন্যদিকে প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সিপিএমের (CPIM) সুজন চক্রবর্তী বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের অর্থ তৃণমূল এবং পার্থবাবুর মতো মানুষেরা যাতে অবাধে লুঠ চালিয়ে যেতে পারে, তাতে বাংলার মানুষের সর্বনাশ হবে । এদিন তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না বলার মাধ্যমে আসলে বাংলার মানুষের ক্ষতি সুনিশ্চিত করতে চাইছেন পার্থবাবুরা ।’’

অন্যদিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও । এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় নিয়ে দল তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে । এরপর প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা রয়েছে । গোটা বাংলার মানুষ যে কথা বিশ্বাস করেন সে কথাই যদি তিনি বলে থাকেন, এরপরে তাঁর সঙ্গে দল আছে, কী দল নেই এই কথাগুলি টানা অপ্রাসঙ্গিক বলে আমার মনে হয় ।’’

আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়

তিনি আরও বলেন, ‘‘মানুষ জানে যে উন্নয়ন, যে পরিষেবা মানুষকে দেওয়া হয়েছে তাতে পাহাড় থেকে সাগর বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই রয়েছে । বহু মানুষ জীবনের বিভিন্ন সময় এই উপলব্ধিটাই প্রকাশ করেন । সেটাই যদি কেউ করে থাকেন, তাহলে আলাদা করে বলার কিছু থাকে না । এটা যে কেউ করতে পারেন । পার্থ চট্টোপাধ্যায়ও পারেন ৷’’

আরও পড়ুন:পঞ্চায়েত নির্বাচনে জিতবে তৃণমূল, আলিপুর আদালতে বললেন পার্থ

Last Updated : Dec 12, 2022, 1:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details