পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের সব গ্রামের অন্তত পাঁচজন ছেলেকে দিদি চেনেন : পার্থ - Didikebolo

"রাজ্যের প্রতিটি গ্রামের মানুষকে তিনি চেনেন । গ্রামে গ্রামে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন ওই ছেলেটা কোথায় ? ওই মেয়েটা কোথায় ৷ আমরা চিনি না । কিন্তু, দিদি চেনে ।"আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের সম্পর্কে বলতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থ

By

Published : Jul 31, 2019, 7:15 PM IST

Updated : Jul 31, 2019, 7:48 PM IST

কলকাতা, 31 জুলাই : "রাজ্যে এমন কোনও গ্রাম নেই যে গ্রামের পাঁচজন ছেলেকে দিদি চেনন না ৷" আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের সম্পর্কে বলতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ৷

সোমবার নজরুল মঞ্চ থেকে দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য একটি ওয়েবসাইট ও ফোন নম্বর চালু করেছিলেন তিনি ৷ পাশাপাশি বিধায়ক ও জনপ্রতিনিধিদের গ্রামে গিয়েও রাত কাটিয়ে জনসংযোগ করারও নির্দেশ দেন ৷ সেই মতো আগামী শুক্রবার থেকে গ্রামে যাওয়া শুরু করবেন বিধায়করা । তার ঠিক আগে আজ 'দিদিকে বলো' স্টিকার দেওয়া গেঞ্জি পড়ে বেহালায় দলীয় পার্টি অফিসে বসে এই কর্মসূচির কথা ফের ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন, দলে দিদির মতো জনসংযোগ কারও নেই । সব থেকে বেশি জনসংযোগ রয়েছে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য


এপ্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের প্রতিটি গ্রামের মানুষকে তিনি চেনেন । গ্রামে গ্রামে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন ওই ছেলেটা কোথায় ? ওই মেয়েটা কোথায় ৷ আমরা চিনি না । কিন্তু, দিদি চেনেন । এই জনসংযোগ কর্মসূচিতে আমরা যারা রয়েছি, আমাদের ক্ষেত্রেও নতুন উন্মাদনা থাকবে । উৎসাহ বাড়বে ।"

Last Updated : Jul 31, 2019, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details