পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee: এক বছর হয়ে গেল, আমাকে জোর করে আটকে রেখেছে: পার্থ - এক বছর জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়

দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল ৷ জেলবন্দি পার্থর মুখে এখনও জোর করে আটকে রাখার দাবি ৷ সোমবার আলিপুর আদালতে পেশ করার সময় আবারও সেকথাই বললেন তিনি ৷

Etv Bharat
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jul 24, 2023, 1:39 PM IST

তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে দাবি পার্থর

কলকাতা, 24 জুলাই: "বিনা বিচারে এক বছর হয়ে গেল । আমাকে এক বছর জোর করে আটকে রেখেছে । কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। আমাকে জোর করে আটকে রেখেছে ।" সোমবার আলিপুর আদালতে পেশ করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন এক বছর আগে ৷ গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস । প্রাক্তন শিক্ষামন্ত্রীর বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার । গত বছর অর্থাৎ 2022 সালের 21 জুলাই শহিদ সভামঞ্চে সঞ্চালনার দায়িত্ব ছিল পার্থ চট্টোপাধ্যায়ের উপর । কিন্তু তারপর দিনই অর্থাৎ 22 জুলাই ভোরবেলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের গোটা বাড়ি ঘিরে ফেলেন । এরপর শুরু হয় চিরুনি তল্লাশি ।

এরপর পার্থ চট্টোপাধ্যায়কে খাতায়-কলমে 23 জুলাই ভোর তিনটে নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করিয়ে সরকারিভাবে গ্রেফতার করা হয় । এরপর থেকে কেটে গিয়েছে এক বছর । সংশোধনাগারে আবাসিকদের সঙ্গে বারংবার বাকযুদ্ধতে পড়তে হয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে । বদলে গিয়েছে সম্পূর্ণ চিত্র ৷ এবারের 21 জুলাই শহিদ মঞ্চে দলনেত্রীর বক্তব্য শুনলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের টিভিতে ৷ বছর ঘুরে গেলেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পাননি । এদিন আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করার সময় তার মুখ থেকেও সেই আক্ষেপের সুর শোনা গেল । তাঁকে বলতে শোনা গেল,"আমাকে জোর করে আটকে রাখা হয়েছে ৷"

আরও পড়ুন : জেলে ধমক খেয়েছেন, এক বছরেও জামিন পেলেন না 'হেভিওয়েট' পার্থ

ABOUT THE AUTHOR

...view details