ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee: এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ - বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি

এ বার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি (Business Advisory Committee of Assembly) থেকে বাদ পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)৷

partha-chatterjee-removed-from-business-advisory-committee-of-assembly
এবার বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন পার্থ
author img

By

Published : Nov 16, 2022, 4:51 PM IST

Updated : Nov 16, 2022, 6:36 PM IST

কলকাতা, 16 নভেম্বর:বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গত বিধানসভার অধিবেশনের শুরুতে সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের (Business Advisory Committee of Assembly) জন্য চিঠি পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে । যেহেতু এই মুহূর্তে তিনি জেল হেফাজতে রয়েছেন, তাই তাঁকে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে । বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন ৷

শীতকালীন অধিবেশনের আগে বুধবার বিধানসভায় ছিল সর্বদলীয় বৈঠক । বৈঠকের শেষে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "গত বিধানসভা অধিবেশনের সময় তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে ছিলেন । কিন্তু এ বার তাঁকে রাখা হয়নি ।" হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত ? সে সম্পর্কে বলতে গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি জেলে আছেন । কাজেই এই বৈঠকে তিনি আসতে পারবেন না এটাই স্বাভাবিক । এই পরিস্থিতিতে আপাতত তাঁকে কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেহেতু এখন তিনি জেলে, যতক্ষণ পর্যন্ত না তিনি ছাড়া পাবেন বিধানসভায় আসার কোনও সম্ভাবনাই নেই তাঁর ৷ আর সেই কারণে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি ।

তিনি আরও জানান, স্পিকার চাইলেই পার্থ চট্টোপাধ্যায়ের পদ খারিজ করতে পারেন না । কারও সদস্য পদ খারিজের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে । বিধানসভায় অনেক সদস্যের বিরুদ্ধে অনেক অভিযোগ বা আদালতে অনেক মামলা রয়েছে । এ ক্ষেত্রে ওই বিধায়ক অপরাধী না অপরাধী নন, সে বিষয়ে সিদ্ধান্ত নেয় আদালত । তিনি বলেন, "যদি এমন কোনও পরিস্থিতি হয় যাতে পার্থবাবু সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তখন ভেবে দেখা যাবে । এখন এই নিয়ে কোনও মন্তব্য আমি করতে চাই না ।"

আরও পড়ুন:30 নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই পার্থ-অর্পিতা

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দেওয়া চার্জশিট সম্পর্কে জানেন কি না সে বিষয়ে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে কোনও রিপোর্ট দেয়নি । সাধারণত নিয়ম, বিধায়কের ক্ষেত্রে কোনও চার্জশিট দিতে হলে আগে রাজ্য বিধানসভাকে তা জানাতে হয় । কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তেমনটি হয়নি ।

Last Updated : Nov 16, 2022, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details