কলকাতা, 16 নভেম্বর:বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি থেকে বাদ পড়লেন রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গত বিধানসভার অধিবেশনের শুরুতে সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের (Business Advisory Committee of Assembly) জন্য চিঠি পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে । যেহেতু এই মুহূর্তে তিনি জেল হেফাজতে রয়েছেন, তাই তাঁকে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে । বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন ৷
শীতকালীন অধিবেশনের আগে বুধবার বিধানসভায় ছিল সর্বদলীয় বৈঠক । বৈঠকের শেষে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "গত বিধানসভা অধিবেশনের সময় তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে ছিলেন । কিন্তু এ বার তাঁকে রাখা হয়নি ।" হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত ? সে সম্পর্কে বলতে গিয়ে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি জেলে আছেন । কাজেই এই বৈঠকে তিনি আসতে পারবেন না এটাই স্বাভাবিক । এই পরিস্থিতিতে আপাতত তাঁকে কমিটিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেহেতু এখন তিনি জেলে, যতক্ষণ পর্যন্ত না তিনি ছাড়া পাবেন বিধানসভায় আসার কোনও সম্ভাবনাই নেই তাঁর ৷ আর সেই কারণে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি ।