পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Special Menu for Partha: প্রেসিডেন্সি সংশোধনাগারে সরস্বতী পুজোয় অংশগ্রহণের অনুমতি নেই, তবে বিশেষ খাবার পাবেন পার্থ - পার্থ চট্টোপাধ্যায়

প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency correctional home) সরস্বতী পুজোয় (Saraswati puja 2023) অংশগ্রহণের অনুমতি পাননি (Partha Chatterjee News)৷ তবে বিশেষ মেনু খাওয়ার সুযোগ পাবেন পার্থ চট্টোপাধ্যায় (Special Menu for Partha)৷

Partha Chatterjee ETV Bharat
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Jan 25, 2023, 6:41 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: সে এক সময় ছিল ! সরস্বতী পুজোর (Saraswati puja 2023) প্রসাদ পেতে সোজা চলে গিয়েছিলেন বারুইপুরের বাগানবাড়িতে ৷ পাতে পড়েছিল খিচুড়ি ভোগ ৷ তিনি একা নন ৷ একেবারে ডান পাশে বসে ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee News) এই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ৷ কাট টু 2023 সরস্বতী পুজো ৷ সময় বদলেছে ৷ সম্পূর্ণ বদলে গিয়েছে পরিস্থিতিও ৷ এ বার বাগদেবীর আরাধনার সময় প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার (Presidency correctional home)৷ পুজোয় অংশগ্রহণের অনুমতিটুকুও মেলেনি ৷ তবে বিশেষ মেনু খাওয়ার সুযোগ অবশ্য পাবেন পার্থ ৷

দীর্ঘদিন শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলানো একদা রাজ্যের হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ বার সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতে পারবেন না । প্রতি বছরের মতো এ বছরও প্রেসিডেন্সি সংশোধনাগারে ঘটা করে হচ্ছে সরস্বতী পুজো ৷ কিন্তু সেই সরস্বতী পুজোয় যোগদানের অধিকার নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর । এখানেই শেষ নয়, ইচ্ছে থাকলেও তিনি দিতে পারবেন না অঞ্জলিও । তবে যতদূর জানা গিয়েছে, পুজোর বিশেষ খাবার তাঁকে দেওয়া হবে । এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারেই বন্দি রয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষাকর্তা সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিংহ, অশোক সাহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই জেলেই বন্দি । পার্থ, মানিক-সহ বাকি শিক্ষাকর্তারা জেল সুপার দেবাশিস চক্রবর্তীর কাছে এ বার সরস্বতী পুজোয় অঞ্জলি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ।

আরও পড়ুন:জামিনের জন্য জলি এলএলবি-র মতো ধর্নায় বসা ছাড়া উপায় নেই, মন্তব্য পার্থর আইনজীবীর

প্রতি বছরের মতো প্রেসিডেন্সি সংশোধনাগারে এ বছরও সরস্বতী পুজো হবে । বিচারাধীন বন্দি ও সাজাপ্রাপ্তরাই ওই পুজো করে থাকেন । প্রশ্ন উঠছে কেন হঠাৎ করে পার্থ চট্টোপাধ্যায়ের এই অঞ্জলি দেওয়ার আবেদন খারিজ হয়ে গেল । এর কারণ অবশ্যই ভিভিআইপিদের নিরাপত্তা । মূলত নিরাপত্তার কারণেই জেলবন্দি পার্থ বা অন্যান্যদের বাগদেবীর আরাধনায় যোগদানের অনুমতি দিতে পারছেন না জেল সুপার ।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ সহবন্দি পার্থদের যাতায়াতের পথে তাঁদের লক্ষ্য করে কূটক্তি করেন । ফলে পুজোর দিন সংশোধনাগারের গ্রন্থাগারে যখন সব বন্দিরা একত্রিত হবেন, তখন সেআনে পার্থদের নিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে । এ ক্ষেত্রে যদি সংশোধনাগার কর্তৃপক্ষকে পার্থদের পুজোর জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে সেই সময় বেশিরভাগ বন্দিকেই তাঁদের নিজেদের সেলে আটকে রাখতে হবে । আর সেই কারণেই অহেতুক ঝুঁকি নিতে চাইছে না সংশোধনাগার কর্তৃপক্ষ ।

এ দিকে, সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, অঞ্জলি বা পুজোয় অংশগ্রহণের ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকলেও, সরস্বতী পুজোর ভোগ বিতরণের ক্ষেত্রে কোনও বিধি নিষেধ থাকছে না ৷ সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এ বছর সরস্বতী পুজোয় প্রত্যেক বন্দির জন্যই বিশেষ মেনু থাকছে । তা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদেরও দেওয়া হবে । এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালের মেনুতে থাকছে লুচি-বোঁদে, দুপুরে আলু-ফুলকপি-মটরশুঁটি দিয়ে খিচুড়ি এবং পাঁচমিশালি সবজির তরকারি । রাতে রুটির সঙ্গে বন্দিদের পাতে পড়বে ছোলার ডাল ও বাঁধাকপির তরকারি । এই ভোগ অবশ্যই পাবেন পার্থবাবুরাও ৷

ABOUT THE AUTHOR

...view details