কলকাতা, 3 আগস্ট: এসএসসি ও আর্থিক দুর্নীতি কাণ্ড মামলার শুনানিতে বিস্ফোরক দাবি ইডির (Partha Chatterjee Named in Arpita Mukherjee Life Insurance Nominees)। বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবীমার নমিনিতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । গত 8-10 দিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার হয়েছে । তার মধ্যে অর্পিতার জীবনবীমার নথিও পাওয়া যায় । যে জীবন বীমায় নমিনির জায়গায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের । সব মিলিয়ে প্রায় 31টি জীবন বীমা আছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে । যার প্রতিটিতেই নমিনি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।
ইডির আইনজীবী আরও দাবি করেন, মোট 9টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে । যার মধ্যে 5টি ফ্ল্যাট অর্পিতার নামে । বাকি চারটি পার্থ ও অর্পিতা উভয়ের নামে রয়েছে । অপা ইউটিলিটিস নামের কোম্পানির অর্ধেক অংশীদারিত্ব আছে দু'জনের । এছাড়াও বহু নথি উদ্ধার হয়েছে যেগুলি ফরেনসিক বিভাগ তদন্ত করছে । ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে । সেই কারণে তদন্তের স্বার্থে দু'জনেরই হেফাজতে নেওয়ার আবেদন জানান ইডির আইনজীবী ।