কলকাতা, 8 মে: মুখে নেই চিন্তার ছাপ ৷ রয়েছে গালভরা হাসি ৷ আর কণ্ঠে রবীন্দ্র-কবিতা ৷ সোমবার আদালতে হাজিরা দেওয়ার সময় এমনই খোশমেজাজে দেখা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ শিক্ষা দুর্নীতি নিয়ে তাঁর গায়ে যে কালিমা লেগেছে, তা নিয়ে বিশেষ ইঙ্গিত দিতেই তিনি কবিগুরুর লাইন ধার করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ পাশাপাশি এ দিন ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নবজোয়ার কর্মসূচিরও প্রশংসা করেছেন দলের একসময়ের ভরসার নেতা ৷ তাঁর দাবি, অভিষেকের কর্মসূচি 100 শতাংশ সফল ৷
সোমবার সকালে আলিপুরের বিশেষ আদালতে পেশ করার সময় যখন পার্থকে নিয়ে গাড়ি এসে আদালতের সামনে দাঁড়ায়, তখন প্রতিদিনের মতোই ভিড় করে ছিলেন সাংবাদিকরা ৷ অমিত শাহের বঙ্গ সফর থেকে অভিষেকের নবজোয়ার - নানা ইস্যুতে তাঁরা প্রশ্ন করতে শুরু করেন পার্থর কাছে ৷ তবে গাড়ি থেকে নামার আগে তিনি আলাদা করে কোনও প্রশ্নের জবাব না দিয়ে বলেন, "আমি শুধু একটা কবিতার লাইন বলব ৷" এই বলে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের দুটি লাইন বলেন - "মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না ৷ অগ্নি দিল তবুও তো গলিল না সোনা ৷"
আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী ৷ তার ঠিক আগের দিন রবীন্দ্র-স্মরণের মাধ্যমেই পার্থ বিশেষ ইঙ্গিত দিতে চাইলেন বলে মনে করছেন অনেকে ৷ 'মসী' শব্দটির অর্থ কলঙ্ক বা কালি ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর গায়ের লাগে কালিমা ৷ তাঁকে খোয়াতে হয় মন্ত্রিত্ব, দলের গুরুত্বপূর্ণ পদ ৷ দীর্ঘদিন হয়ে গেল তিনি রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷