কলকাতা, 5 অগস্ট: পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । এরপরেই সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh Comments on Partha Chatterjee) । তিনি জানান, সারদা মামলায় জেলের কুঠুরিতে থেকে বন্দিজীবন কাটিয়েছিলাম । অতিরিক্ত কোনও সুবিধা পাইনি । পার্থও সেভাবেই বন্দিজীবন কাটান । এদিন সেই সঙ্গে অবশ্য তিনি এও জানিয়ে দিলেন যে, এই কথা দলের নয়, একান্তই তাঁর ব্যক্তিগত ।
সারদা মামলার জন্য বহুদিন জেলে ছিলেন কুণাল ঘোষ । সেই সময় তাঁর মুখে বারবার শোনা গিয়েছিল ষড়যন্ত্রের কথা । শুক্রবার সেই 'ষড়যন্ত্র'-এর জন্য পার্থকেই দায়ী করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "আমার জেল জীবনে আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং আরও কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল । পার্থ আমাকে দলবিরোধীও বলেছিলেন । অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক, তমুক করে বেরিয়েছিলেন ।"