কলকাতা, 7 জানুয়ারি : মুখে কাপড় বেঁধে, হাতে লাঠি নিয়ে রবিবার রাতে JNU-তে ঢুকে পড়ুয়াদের উপর হামলা করে দুষ্কৃতীরা । পড়ুয়াদের সাহায্য করতে এসে আক্রান্ত হন অধ্যাপকরাও । দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটে JNU-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের । এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে । অন্যদিকে ঘটনাটিকে গট আপ গেম বলে আজ মন্তব্য করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । শুধু তাই নয়, তিনি বলেন, "একজনের মাথা থেকে রক্ত পড়ছে, না কি লাল রং দেওয়া হয়েছে সেটা এখনও পরীক্ষা হয়নি ৷ " দিলীপ ঘোষের এই মন্তব্যের পালটা দেন পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "আপনি একটু রং মেখে মার খান না দেখি । এখনও তো কোথাও মার খায়নি ।"
আজ BJP-র রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "ছাত্রী ঐশী ঘোষের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেখানো হচ্ছে যে ভয়ঙ্কর আঘাত পেয়েছেন ৷ কিন্তু কে বা কারা মেরেছে তা এখনও জানা যায়নি ৷ JNU-র এই ঘটনা সাজানো বলে জানা গেছে ৷ এই আন্দোলনকে (CAA বিরোধী আন্দোলন) হাওয়া দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ সত্য সামনে আসবে ৷ একজনের মাথা থেকে রক্ত পড়ছে, না কি লাল রং দেওয়া হয়েছে সেটা এখনও পরীক্ষা হয়নি ৷"