কলকাতা, 22 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা নিয়ে প্রশ্ন করতেই ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষা ও নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বিরক্তির সুরে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি ৷ সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করার সময় পার্থ বললেন, বিনা বিচারে তাঁকে বন্দি করে রাখা হয়েছে 300 দিনেরও বেশি সময় ধরে ৷
14 দিনের জেল হেফাজত শেষ হওয়ায় আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আদালতে ঢোকার সময় প্রতিদিনের মতোই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ সেই সময়ই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ টেনে এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ৷ এই প্রশ্নে বেশ বিরক্ত হন পার্থ ৷ তিনি অভিষেকের প্রসঙ্গ এড়িয়ে যান ৷ এ বিষয়ে একটিও বাক্য খরচ না করে তিনি ক্ষোভ উগড়ে দেন তাঁর বন্দিদশা নিয়ে ৷
এ দিন পার্থ বলেন, "আমায় যে বন্দি করে রেখেছে সেটা নিয়ে বলুন ৷ আমি 300 দিনেরও বেশি বিনা বিচারে বন্দি রয়েছি ৷ সেটা নিয়ে বলুন ৷ আর কী বলব আপনাদের ৷" এই কথা বলেই আদালত কক্ষের দিকে রওনা দেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷ তবে তিনি অভিষেককে জেরার প্রসঙ্গে এ দিন কোনও কথা বলেননি ৷