পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Partha Chatterjee: আদালতে ঢোকার মুখে দলীয় সহকর্মীদের শুভেচ্ছা, নেত্রীকে বার্তা পার্থর ? - মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার ফের একবার আলিপুর আদালতে পেশ করা হল রাজ্য়ের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) ৷ আদালতে ঢোকার মুখে কী বললেন তিনি ?

Partha Chatterjee congratulates TMC members for 25th year anniversary of party
নেত্রীকে বার্তা ?

By

Published : Dec 22, 2022, 5:03 PM IST

চনমনে পার্থ !

কলকাতা, 22 ডিসেম্বর: হাজতবাস থেকে পরিত্রাণ এখনও মিলল না ৷ তা সত্ত্বেও বৃহস্পতিবার দৃশ্যতই 'অন্য মুডে' দেখা গেল রাজ্য়ের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে (Partha Chatterjee) ৷ নিজের বিরুদ্ধে চলা মামলা বা জামিন প্রসঙ্গে একটিও বাক্য খরচ করলেন না তিনি ৷ এড়িয়ে গেলেন সাংবাদিকদের ষড়যন্ত্র সংক্রান্ত প্রশ্নও ৷ বদলে তৃণমূল কংগ্রেসের 25তম বর্ষপূর্তি উপলক্ষে দলের সমস্ত সহকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পার্থ ! একইসঙ্গে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানালেন বেহালাবাসীকে ৷ তবে কি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বার্তা দিতেই পার্থর এমন আচরণ ? প্রসঙ্গত, এদিন নিয়োগ দুর্নীতি মামলায় (WB Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট সাতজন অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয় ৷ আদলত সকলকেই ফের 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় ৷

পূর্ব নির্ধারিত সূচি মেনেই এদিন পার্থ-সহ মোট সাত অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ৷ সেখানে প্রভাবশালী তত্ত্বে ফের খারিজ হয়ে যায় অভিযুক্তদের জামিনের আবেদন ৷ ফলে বড়দিন, নিউইয়ার-সহ বছর শেষ এবং বছর শুরুর উৎসবের মরশুমও কারাবাসেই কাটাতে হবে তাঁদের ৷ তবে, এ নিয়ে পার্থকে অন্তত খুব একটা ভারাক্রান্ত বলে মনে হল না ৷ বরং এদিন তিনি ছিলেন বেশ চনমনে ! এদিন পার্থকে আলাদা চারচাকা গাড়িতে চড়িয়ে আদালতে নিয়ে আসা হলেও বাকিদের আনা হয় প্রিজন ভ্যানে ৷ বাকি ছয় অভিযুক্তকে দেখেই চেঁচিয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন সাংবাদিকরা ৷ কিন্তু, অভিযুক্তদের তরফ থেকে তার কোনও উত্তর পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:পার্থ অন্যায় করেছে, শাস্তি পেলে দুঃখ নেই; বিস্ফোরক শোভনদেব

এদিকে, পার্থ গাড়ি থেকে নামতেই তাঁর দিকে ব্যুম এগিয়ে দেন সাংবাদিকরা ৷ পার্থকে দেখে মনে হল, তিনিও এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন ! সাংবাদিকদের মামলা সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে তিনি বলতে শুরু করেন, "আমি সবার আগে আমার দলীয় সহকর্মীদের শুভেচ্ছা জানাতে চাই ৷ 2023 সালে তৃণমূল কংগ্রেসের 25 বছর পূর্তি হবে ৷ সেই উপলক্ষে আমি তাঁদের অভিনন্দন জানাতে চাই ৷ আমার এলাকা বেহালার বাসিন্দাদের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ৷ তাছাড়া, আমাদের সকলের বহু প্রতিক্ষিত জোকা-বিবাদী বাগ মেট্রো পরিষেবা চালু হচ্ছে ৷ তার জন্যও সকলকে অভিনন্দন ৷"

এরপর সাংবাদিকরা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করেন পার্থকে ৷ কিন্তু, সেসব এড়িয়ে ভিতরে ঢুকে যান তিনি ৷ তবে, যতক্ষণ তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, পুলিশ তাঁকে বাধা দেওয়ার কোনও চেষ্টাই করেনি ৷ এই ঘটনা নিঃসন্দেহে নজর কাড়ছে রাজনৈতিক মহলের ৷ দুর্নীতির দায়ের ধরা পড়েছেন পার্থ ৷ গ্রেফতার হয়েছেন তাঁর দলীয় সহকর্মী অনুব্রত মণ্ডলও ৷ কিন্তু, দল যেভাবে অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছে, তেমনটা পার্থর ক্ষেত্রে হয়নি ৷ বরং তাঁকে নিয়ে অসন্তোষ এবং তাঁকে ঝেড়ে ফেলার চেষ্টাই দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বের মধ্যে ৷ বিভিন্ন সময় এই বিষয়ে কারও নাম না করে লক্ষ্যণীয় মন্তব্য করেছেন স্বয়ং মমতা ৷ উলটোদিকে, পার্থর গলাতেও একটা সময় শোনা গিয়েছিল হুঁশিয়ারির সুর ৷ কিন্তু, ইদানীং যেন ছবিটা বদলাচ্ছে ৷ সম্প্রতি দলের প্রতি অনুগত থাকার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তিনি ৷ বৃহস্পতিবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি হল ৷ তাহলে কি বিপদের দিনে দলকে আবারও পাশে পেতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ? আপাতত এ নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷

ABOUT THE AUTHOR

...view details