পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে শুরু প্রাথমিক স্কুলের শিক্ষক বদলি প্রক্রিয়া - latest news of partha chatterjee

আজ থেকে প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বদলি পক্রিয়া শুরু হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ ছাত্র-শিক্ষক অনুপাত এবং শূন্যপদ বিবেচনা করেই শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন স্কুলে বদলির সুযোগ পাবেন বলে জানিয়েছেন তিনি ৷

partha
পার্থ চট্টোপাধ্য়ায়

By

Published : Mar 12, 2020, 4:46 AM IST

কলকাতা, 12 মার্চ : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে । এরপর আগামী মাসের গোড়াতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া শুরু হবে । আজ বিধানসভায় একথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "ছাত্র-শিক্ষক অনুপাত এবং শূন্যপদ বিবেচনা করেই শিক্ষক-শিক্ষিকারা বিভিন্ন স্কুলে বদলির সুযোগ পাবেন ।"

শিক্ষক-শিক্ষিকাদের নিজের জেলায় পোস্টিং দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো শিক্ষক বদলির প্রক্রিয়া নিয়ে তৎপরতা শুরু করছে রাজ্যের শিক্ষা দপ্তর । পৌর নির্বাচনের আগেই দফায় দফায় শুরু হবে বদলি প্রক্রিয়া । আজ থেকেই বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের । এপ্রিলের প্রথম থেকে শুরু হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে শিক্ষক বদলি প্রক্রিয়া ।

এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, " নিজের জেলায় বদলি হওয়া নিয়ে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল । ছাত্র শিক্ষকের অনুপাতের হারে শিক্ষক-শিক্ষিকারা নিজের জেলায় বদলির সুযোগ পাবেন ।"

ABOUT THE AUTHOR

...view details