পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Metro station gets new look: ব্র্যান্ডিংয়ের ছোঁয়ায় নয়া সাজে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন

কো ব্র্যান্ডিংয়ের ছোঁয়ায় নয়া সাজে সেজে উঠল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন (Metro station gets new look)৷ হঠাৎ দেখলে চেনা মুশকিল হয়ে যাবে (Park Street metro station gets new look)৷

Park Street metro station gets new look
ব্র্যান্ডিংয়ের ছোঁয়ায় নয়া সাজে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন

By

Published : Apr 25, 2022, 4:27 PM IST

কলকাতা, 25 এপ্রিল: হঠাৎ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন (Metro station gets new look) চোখে পড়লে একেবারে চমকে যাবেন । প্রথমটায় নাও চিনতে পারেন । নতুন সাজে ভোল বদলে গিয়েছে পার্ক স্ট্রিট মেট্রোর বাইরের দিকে । নয়া রূপে আত্মপ্রকাশ ঘটেছে মেট্রো স্টেশনের বাইরের দেওয়ালের । কো ব্র্যান্ডিংয়ের ছোঁয়া লেগেছে ওই দেওয়ালে ।

সল্টলেকের এক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নর্থ সাউথ মেট্রো নেটওয়ার্কের এই স্টেশনটিকে নতুন ভাবে সাজানো হয়েছে । এই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Park Street metro station gets new look)।

সেই চুক্তি অনুযায়ী ওই স্টেশনের প্রায় 1500 বর্গফিট জায়গা ব্যবহার করে বেসরকারি সংস্থাটি বিজ্ঞাপন দিতে পারবে । এই জায়গাটি কর্পোরেট সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারবে ।

আরও পড়ুন:Kolkata Metro Rail : এবার মেট্রোর প্ল্যাটফর্মের দেওয়ালেও পড়বে বিজ্ঞাপন

করোনাকালে যাত্রীভাড়া থেকে উপার্জন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল । তাই বিকল্প উপায়ে রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা মেট্রো । কো ব্র্যান্ডিং শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ । তাই মেট্রোর স্মার্ট কার্ড থেকে শুরু করে মেট্রো রেকের হ্যান্ডেল - সর্বত্রই ব্র্যান্ডিংয়ের ছোঁয়া (Kolkata metro)।

নর্থ-সাউথ করিডর ও ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের একাধিক স্টেশনেই ব্র্যান্ডিংয়ের সাহায্যে যেমন স্টেশন সাজিয়ে তোলা হয়েছে তেমনই আয় বেড়েছে কলকাতা মেট্রো রেলের । শুধু যে মেট্রোর আয়ই বাড়বে তা নয়, এর ফলে এই কর্পোরেট সংস্থাগুলির জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে । কারণ প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । তাই কোনও সংস্থা মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন দিতে পারলে তারা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীর কাছে ।

আরও পড়ুন:Kolkata Metro: আয় বাড়াতে মেট্রোর স্মার্ট গেটে ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত

ABOUT THE AUTHOR

...view details