কলকাতা, 12 ডিসেম্বর: কলকাতা পুলিশের কাছে হাজিরা দেওয়ার সময় চাইলেন বলি অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal) ৷ সোমবার তিনি ই-মেলে তালতলা থানায় সে কথা জানিয়েছেন ৷ তালতলা থানাকে তিনি জানিয়েছেন, হাজিরার জন্য তাঁর ছয় সপ্তাহের সময় প্রয়োজন। যদিও ছয় সপ্তাহের সময় তাঁকে দেওয়া হবে কি না, নাকি লালবাজারের (LalBazar) তরফে তাঁকে ফের সমন পাঠানো হবে, তা স্পষ্টভাবে কিছুই জানা যায়নি।
সম্প্রতি একটি জনসভায় বলিউড অভিনেতা বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ তার পরিপ্রেক্ষিতেই অভিনেতাকে সমন পাঠায় লালবাজার ৷ এই নিয়ে নিন্দুকরা প্রশ্ন তোলেন, কেন তিনি এমন মন্তব্য করলেন ? যদিও অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে ক্ষমা চেয়ে নেন অভিনেতা ৷