কলকাতা, 21 মে : নিজাম প্যালেসে সিবিআই-এর মুখোমুখি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ৷ তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী এসএসসিতে কীভাবে চাকরি পেলেন এবং কোন কোন প্রভাবশালী নিজেদের প্রভাব খাটিয়ে কত টাকার বিনিময়ে এই নিয়োগ দুর্নীতি হয়েছিল ? এই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিলেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী (Paresh Adhikary arrives at CBI Kolkata headquarter Nizam Palace) ৷
বৃহস্পতিবার প্রায় সাড়ে 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ফের তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন । ইতিমধ্যেই সিবিআই-এর দুর্নীতি দমন শাখার দফতর পরেশ অধিকারীকে জেরার প্রস্তুতি নেওয়া হচ্ছে । স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল ৷ তবে মন্ত্রীর কন্যা চাকরি পাওয়া নিয়ে নতুন রহস্য দানা বাঁধে । এরপর গোটা তদন্ত প্রক্রিয়া চলে যায় সিবিআই-এর হাতে ।