হাওড়া, 1ফেব্রুয়ারি : দুয়ারে পাঠশালা চালু নিয়ে বেশ কয়েকটি স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক হল (duyare pathshala) । মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবকে অভিভাবকরা স্বাগত জানিয়েছেন (school open from 3 february) । অভিভাবকরা চাইছেন স্কুল খুলুক । শিশুরা আগের মতো পড়াশোনা শুরু করে দিক । তবে খোলা আকাশের নীচে শিশুদের পাঠাতে চান না অভিভাবকরা । এই প্রসঙ্গে অভিভাবকরা জানান, খোলা আকাশের নিচে পঞ্চম শ্রেণীর ছোট পড়ুয়ারা ক্লাস করতে পারবে না (parents-teacher meeting about duyare pathshala)। গ্রীষ্মে রোদের উত্তাপে শিশুরা অসুস্থ হয়ে পড়বে । তাই অভিভাবকদের দাবি, পড়ানোর জায়গাতে মাথার উপরে ছাউনির ব্যবস্থা করুক স্কুল কর্তৃপক্ষ । এই আলোচনায় উপস্থিত এক অভিভাবক সুবীর বর জানান, স্কুল খোলার সিদ্ধান্তে তাঁরা খুব খুশি । দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিশুদের পড়াশোনার ক্ষতি হয়েছে । স্কুল খোলা জরুরি । খোলা আকাশের নীচে ক্লাস করলে রোদের উত্তাপে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে । বাচ্চারা অসুস্থ হলে সেই দায় কে নেবে, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই অভিভাবক । ইতিমধ্যেই বিষয়টি উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, যাতে পড়ুয়াদের মাথার উপর ছাউনির ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ(arrange rooftop for students) ।
আরও পড়ুন:School colleges Reopen : রাজ্যে 3 ফেব্রুয়ারি থেকে ফের খুলছে স্কুল-কলেজ
অপর এক অভিভাবিকা রুবি রায় জানান, স্কুল খুললে বাচ্চারা স্কুলে আসার বায়না করবেই । তবে রোদে স্কুল হবে এটা তাঁদের কাছে একটা চিন্তার বিষয় । স্কুল থেকে জানানো হয়েছে, বেশিদিন এভাবে ক্লাস হবে না । তবু মাথার উপরে একটা ছাউনির ব্যবস্থা থাকলে বেশি ভাল হত । যদিও এই প্রসঙ্গে এক স্কুলের প্রধান শিক্ষক কুন্তল সিনহার দাবি, তাঁরা এর আগে এই পরিস্থিতিতে ক্লাস কখনও করাননি । শিক্ষা দফতর থেকে স্পষ্ট জানানো হয়েছে বদ্ধ ঘরে নয়, পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস খোলা জায়গাতেই করাতে হবে। তাই তাঁরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন । তাঁরা সকলেই দাবি করেন, আবহাওয়ার পরিস্থিতি যে কোনও সময় বদলাতে পারে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে স্কুল কর্তৃপক্ষকে । তবে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের আশ্বস্ত করে জানান, ক্লাস শুরুর আগে সমস্ত বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা হবে ।
আরও পড়ুন:School Reopen : মঙ্গলে স্কুল খোলার আগে চলছে স্যানিটাইজেশন
প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউ ও ওমিক্রনের ঊর্ধ্বমুখী গ্রাফের কারণে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পরে সোমবার নবান্ন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ফের স্কুল,কলেজ খুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দুয়ারে পাঠশালার কথা ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ মমতাও দুয়ারে পাঠশালার কথা জানিয়ে ছিলেন ৷