কলকাতা, 3 জুন : লকডাউনের জেরে একেই আর্থিক সমস্যায় পড়েছেন সব শ্রেণির মানুষ । তার মধ্যে ক্লাস ইলেভেনে ভরতির জন্য বাড়ানো ফি কমানোর জন্য একাধিকবার আবেদন করেও কোনও লাভ হয়নি । তাই আজ এর প্রতিবাদে দমদমের সেন্ট্রাল জেল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান এক বেসরকারি স্কুলের অভিভাবকরা । বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে সেন্ট্রাল জেল মোড় এলাকায় ।
গত বছর দমদমের এই বেসরকারি স্কুলে ক্লাস ইলেভেনে ভরতির ফি 40 হাজার টাকার মধ্যে ছিল । এবছর সেশন , টিউশন ও ডেভেলপমেন্ট-র মতো বিভিন্ন খাতে ফি বাড়ানো হয়েছে । এমন কী, বিল্ডিং ফান্ডে 15 হাজার টাকা চাওয়া হয়েছে । যার জেরে এবছর ভরতির ফি বেড়ে হয়েছে 52 হাজার 250 টাকা । অভিভাবকরা তা জানার পর থেকেই স্কুল কর্তৃপক্ষের কাছে এই ফি কমানোর দাবি জানাতে থাকে । স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দু'দিন বৈঠক করা হয় । তারপরও কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ জানান অভিভাবকরা । এরপরে কোরোনার জেরে লকডাউন শুরু হয় । যার জেরে কম-বেশি প্রত্যেকেই আর্থিক সমস্যায় রয়েছেন । তাই আজ সকাল সাড়ে 9 টায় স্কুলে পৌঁছান অভিভাবকরা । ফের স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন । তারপর বিল্ডিং ফান্ডের 15 হাজার টাকা এবং এপ্রিল ও মে মাসের ফি বাদ দেওয়ার দাবি জানান ।
অভিভাবকরা স্কুলে পৌঁছানোর পর কর্তৃপক্ষে নিজেদের মধ্যে 2 ঘণ্টা ধরে বৈঠক করে । কিন্তু তারপরেও কোনও সদুত্তর পাননি অভিভাবকরা । তারপরেই আজ সাড়ে 12 টা নাগাদ দমদমের সেন্ট্রাল জেল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা ।