পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেড়েছে ক্লাস ইলেভেনের ভরতির ফি, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের

ক্লাস ইলেভেনে ভরতির জন্য বাড়ানো ফি কমানোর জন্য একাধিকবার আবেদন করেও কোনও লাভ হয়নি । তাই আজ এর প্রতিবাদে দমদমের সেন্ট্রাল জেল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান এক বেসরকারি স্কুলের অভিভাবকরা । বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে সেন্ট্রাল জেল মোড় এলাকায় ।

protest
বিক্ষোভে অভিভাবকরা

By

Published : Jun 3, 2020, 5:10 PM IST

কলকাতা, 3 জুন : লকডাউনের জেরে একেই আর্থিক সমস্যায় পড়েছেন সব শ্রেণির মানুষ । তার মধ্যে ক্লাস ইলেভেনে ভরতির জন্য বাড়ানো ফি কমানোর জন্য একাধিকবার আবেদন করেও কোনও লাভ হয়নি । তাই আজ এর প্রতিবাদে দমদমের সেন্ট্রাল জেল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান এক বেসরকারি স্কুলের অভিভাবকরা । বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে সেন্ট্রাল জেল মোড় এলাকায় ।

গত বছর দমদমের এই বেসরকারি স্কুলে ক্লাস ইলেভেনে ভরতির ফি 40 হাজার টাকার মধ্যে ছিল । এবছর সেশন , টিউশন ও ডেভেলপমেন্ট-র মতো বিভিন্ন খাতে ফি বাড়ানো হয়েছে । এমন কী, বিল্ডিং ফান্ডে 15 হাজার টাকা চাওয়া হয়েছে । যার জেরে এবছর ভরতির ফি বেড়ে হয়েছে 52 হাজার 250 টাকা । অভিভাবকরা তা জানার পর থেকেই স্কুল কর্তৃপক্ষের কাছে এই ফি কমানোর দাবি জানাতে থাকে । স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দু'দিন বৈঠক করা হয় । তারপরও কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর পাননি বলে অভিযোগ জানান অভিভাবকরা । এরপরে কোরোনার জেরে লকডাউন শুরু হয় । যার জেরে কম-বেশি প্রত্যেকেই আর্থিক সমস্যায় রয়েছেন । তাই আজ সকাল সাড়ে 9 টায় স্কুলে পৌঁছান অভিভাবকরা । ফের স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন । তারপর বিল্ডিং ফান্ডের 15 হাজার টাকা এবং এপ্রিল ও মে মাসের ফি বাদ দেওয়ার দাবি জানান ।

অভিভাবকরা স্কুলে পৌঁছানোর পর কর্তৃপক্ষে নিজেদের মধ্যে 2 ঘণ্টা ধরে বৈঠক করে । কিন্তু তারপরেও কোনও সদুত্তর পাননি অভিভাবকরা । তারপরেই আজ সাড়ে 12 টা নাগাদ দমদমের সেন্ট্রাল জেল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা ।

অভিভাবক অমিত কর্মকার বলেন, "আমাদের সমস্যা ক্লাস ইলেভেনে ভরতির জন্য ফি প্রচণ্ড বাড়িয়ে দিয়েছে স্কুল । এই সংকটের সময়ে আমাদের পক্ষে তা দেওয়া সম্ভব নয় । আমরা স্কুলের কাছে অনেকভাবে আবেদন জানিয়েছি । দু'দিন ধরে বৈঠক করেছি । কিন্তু স্কুল কোনওভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করেনি । স্কুল কর্তৃপক্ষকে আজ স্পষ্ট জানানো হয়েছে যে, আমরা এই মুহূর্তে কোনও কিছু করতে পারব না । আমরা এখন এখানেই রাস্তায় ধরনা দেব । আমাদের প্রস্তাবগুলি মানলেই আমরা এখান থেকে বিক্ষোভ তুলব ।"

সোহমী রায় বলেন, "আমরা এর আগেও স্কুলে এসেছিলাম । প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি । উনি আজকে আসতে বলেছিলেন । আমরা এসেছি । কিন্তু উনি কথা বলার জন্য সময় দিচ্ছেন না । আমরা এক-দু'হাজার টাকার জন্য লড়ছি না । আমরা 52 হাজার 250 টাকার জন্য লড়ছি ।"

দীর্ঘ দেড় ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান অভিভাবকরা । অবশেষে স্কুল কর্তৃপক্ষ তাঁদের দাবিপত্র জমা নিতে রাজি হলে বিক্ষোভ তুলে নেওয়া হয় । তারপর বিক্ষোভকারী অভিভাবকদের তরফে ছয় জনের একটি প্রতিনিধি দল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যায় । সেই বৈঠকে স্কুল কর্তৃপক্ষের তরফে ফি কমানোর আশ্বাস দেওয়া হয়েছে বলে অভিভাবকরা জানান । সেই মতো 5 জুন বিজ্ঞপ্তি জারি করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details