কলকাতা, 7 ফেব্রুয়ারি: বারবার ধরা পড়লেও ছাড় পেয়ে গিয়েছেন গৌতম আদানি (Goutam Adani) । সেই সমস্ত রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়নি । এখন হিন্ডেনবার্গের যে রিপোর্ট নিয়ে বিশ্ব তোলপাড় তাতেও আগের অনেক রিপোর্ট প্রকাশ পেয়েছে । সোমবার কলকাতায় 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ শীর্ষক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা (Paranjoy Guha Thakurta) ।
তিনি আরও জানান, বিবিসি-র তথ্যচিত্রে গুজরাত দাঙ্গা (BBC Documentary on Gujarat Violence) নিয়ে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভূমিকাও কোনও নতুন খবর নয় । এই খবর দেশের সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে । কিন্তু নিষেধাজ্ঞা জারি করায় বিবিসি-র তথ্যচিত্র ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বেশি । নিষেধাজ্ঞা জারি করা এক প্রকার বোকামি বলেই মনে করেন পরঞ্জয় গুহঠাকুরতা ।
সোমবার সন্ধ্যায় রিপন স্ট্রিটের ক্রান্তি প্রেসের আলোচনা সভার পরে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, পিপলস্ ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ সাংবাদিক বৈঠকের আয়োজন করে । বিবিসি-র তথ্যচিত্রের দু’টি অংশও দেখানো হয় । তার আগে সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা আলোচনা সভায় নরেন্দ্র মোদির আমলে গৌতম আদানি বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির তথ্য তুলে ধরেন । কিন্তু কোনও মতামত প্রকাশ করেননি । কারণ, পরাঞ্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে ।