কলকাতা, 11 নভেম্বর: সোমবার কয়েক হাজার পার্শ্বশিক্ষক বিকাশ ভবনের কাছে জমায়েত হয়ে অবস্থান-বিক্ষোভ করেন । তাঁদের দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু এবং স্থায়ীকরণ । বিকাশ ভবনের 100 মিটারের মধ্যে করুণাময়ী মেলা মাঠের বাইরে পার্শ্বশিক্ষকরা অবস্থান বিক্ষোভে বসেছেন । আন্দোলনকারীরা জানান, বিকাশ ভবনের 100 মিটারের মধ্যে 144 ধারা জারি করে রেখেছে রাজ্য সরকার । তাঁরা হাইকোর্টের বিশেষ অনুমতি নিয়ে সেখানে অবস্থানে বসেছেন ।
গত রবিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিকাশ ভবনের ১০০ মিটারের মধ্যে অবস্থানে বসার অনুমতি দেয় পার্শ্বশিক্ষকদের । পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের সহ-আহ্বায়ক ও মানবসম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের জেনেরাল সেক্রেটারি মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের দুটো দাবি । একটা হল, আমরা ১৫ বছর ধরে কাজ করছি, কিন্তু যে অসম্মানের জায়গায় রাজ্য সরকার আমাদের ফেলে রেখেছে সেই অসম্মান আমরা আর মানবো না । আমাদের পূর্ণশিক্ষকের মর্যাদা দিতে হবে । দ্বিতীয় দাবি, আমাদের এখনও পর্যন্ত থোক টাকায় পারিশ্রমিক দেওয়া হয় । কোনও বেতন দেওয়া হয় না । আমরা চাইছি বেতন কাঠামো, গ্রেড-পে উইথ পে-ব্যান্ড, যেটা সহকারি শিক্ষকরা পাচ্ছেন । এ ছাড়া, পার্শ্ব শিক্ষকদের ৭০ শতাংশ শিক্ষিকা । তাঁরা এখনও চাইল্ড কেয়ার লিভের (CCL) অধিকার পাননি । অবিলম্বে আমাদের CCL-এর অধিকার চাই ।"