কলকাতা, 4 জানুয়ারি:শিয়ালদায় আগেই চালু হয়েছিল ৷ এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের আরও একটি স্টেশনে চালু হল কাগজের টিকিট পরিষেবা । এবার সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনে টোকেনের পাশাপাশি কাউন্টার থেকে মিলবে কাগজের মেট্রো টিকিটও। তবে সল্টলেক স্টেশনে ইচ্ছুক যাত্রীদেরই দেওয়া হবে কাগজ বা পেপার টিকিট । এমনটাই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । ইতিমধ্যেই কিছু কিছু করে দেওয়া শুরু হয়েছে কাগজের টিকিট ।
এর আগে গত বছর শিয়ালদা স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল এই পরিষেবা। শিয়ালদা স্টেশনে এই পরিষেবা গত বছরের 11 অক্টোবর থেকে চালু করা হয়েছিল। এবার বড়দিনের সময়ে দেদার বিক্রি হয়েছে এই কাগজের টিকিট। কাগজের টিকিট হলেও তাতে বসানো রয়েছে কুইক রেসপন্স কোড বা কিউ আর কোড । পেপার টিকিটটিকে এএফসিপিসি গেটের স্ক্যানারের উপর ছোঁয়ালে আপনা থেকে টিকিটের উপরে দেওয়া কিইউআর কোর্ড স্ক্যান হয়ে যাবে এবং তারপরেই গেট খুলে যাবে। আবার স্টেশন ছেড়ে বেরোবার সময় টিকিটটি জমা দিয়ে বেরিয়ে যেতে হবে। একেবারে টোকেনের মতোই ব্যবস্থা কাগজের টিকিটের ক্ষেত্রেও।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য রাজ্যে কাগজের টিকিট চালু করে যাত্রীদের মধ্যে বেশ ভালো সাড়া মিলেছে । তাই সেই ভাবনা থেকেই কলকাতা মেট্রো নেটওয়ার্কের ইস্ট-ওয়েস্ট বা গ্রিন লাইনে 2023 সালেই এই পরিষেবা চালু করা হয়। কাগজের টিকিটের পাশাপাশি থাকছে টোকেনও । শিয়ালদা স্টেশনে এই পরিষেবা যাত্রীদের মধ্যে বেশ ভালোই সাড়া ফেলেছে ৷ তাই দেখেই এবার সল্টলেক স্টেশনেও এই পরিষেবা শুরু করা হল । মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ধাপে-ধাপে নর্থ সাউথ করিডোর এবং জোকা-তারাতলা রুটেও এক এক করে স্টেশনে চালু হবে এই পরিষেবা ।
জানা গিয়েছে, কলকাতা মেট্রোর যাত্রীদের মধ্যে থেকেও কাগজের টিকিট চালু করার একাধিক আবেদন এসেছিল কর্তৃপক্ষের কাছে। তাই এই পরিষেবা চালু করা হল ৷ টোকেনের পাশাপাশি যারা পেপার টিকিট কিনে সফর করতে চান তাদের এই পরিষেবায় বাড়তি সুবিধা হবে। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা সিআরআইসের উদ্যোগে তৈরি করা হয়েছে এই কাগজের টিকিটগুলি। সবক'টি স্টেশনের এএফসি-পিসি গেটগুলিতে আপগ্রেডেশন বা পরিবর্তন আনা হয়েছে ৷ যাতে খুব সহজেই পেপার টিকেটের কিউ আর কোড স্ক্যান করা যায়।
আরও পড়ুন:
- কলকাতায় এবার পেপার টিকিটেও মেট্রো সফর! কোথায় ও কবে থেকে চালু ?
- মেট্রোরেলে মিলছে চন্দ্রযান-3 লোগোর টোকেন, কাছে রাখতে পারেন স্মারক হিসাবে
- কলকাতা মেট্রো টোকেনেও আজাদি কা অমৃত মহোৎসব