কলকাতা, 17 মার্চ: খাস কলকাতায় একেবারে ডাক্তারখানায় ঢুকে চিকিৎসকের সামনে ব্যাগ থেকে ধারাল অস্ত্র (Couple Puts Others at Knifepoint) বের করে ভয় প্রদর্শন করলেন এক দম্পতি ! রোগী ভর্তি ডাক্তারখানায় সেই সময় রোগী দেখছিলেন চিকিৎসক । তখন আচমকাই তাঁর সামনে এক দম্পতি (Couple intimidates others brandishing Knife) ধারাল অস্ত্র বের করায় সবার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় (Panic in Kidderpore)৷
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার খিদিরপুরের ইএসআই ডিসপেন্সারিতে । অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডাক্তারখানায় । আতঙ্কিত রোগী ও তাঁদের আত্মীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন । এরপরই ডাক্তারখানায় কর্মরত কর্মীরা ডায়াল হান্ড্রেডে ফোন করে গোটা ঘটনাটি লালবাজারের কন্ট্রোল রুমে জানান । লালবাজার কন্ট্রোল রুম থেকে ঘটনাটি সরাসরি জানিয়ে দেওয়া হয় স্থানীয় একবালপুর থানায় । এরপরই একবালপুর থানার প্রচুর পুলিশ কর্মী হাজির হন সংশ্লিষ্ট ডিসপেন্সারিতে ।
ধারাল অস্ত্র-সহ ওই দম্পতিকে বাগে আনতে সক্ষম হন পুলিশকর্মীরা । জানা গিয়েছে, আটক করা হয়েছে ওই দম্পতিকে । পুলিশের অভিযোগ, ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন । কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন ? তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে এটাই জানার চেষ্টা করছে স্থানীয় একবালপুর থানার পুলিশ ।