পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠাকুরপুকুরে প্যাঙ্গোলিনসহ গ্রেপ্তার 3 - ঠাকুরপুকুরের দাসপাড়া রোড

ঠাকুরপুকুরের দাসপাড়া রোডের মানস ব্যানার্জির বাড়ি থেকে উদ্ধার করা হল প্যাঙ্গোলিন ।

প্যাঙ্গোলিন

By

Published : Sep 11, 2019, 10:22 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : এবার ঠাকুরপুকুরের দাস পাড়া রোড এলাকা থেকে উদ্ধার করা হল প্যাঙ্গোলিন । উদ্ধার করল কলকাতা কাস্টমস । প্যাঙ্গোলিনটি বিদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলে দাবি কাস্টমসের । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

ঠাকুরপুকুরের দাসপাড়া রোডের মানস ব্যানার্জির বাড়িতে রাখা রয়েছে একটি প্যাঙ্গোলিন, গোপন সূত্রে এই খবর পায় কলকাতা কাস্টমস । গতকাল সেখানে হানা দেয় কাস্টমসের একটি দল । উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটি । যার বাজারমূল্য 60 লাখ টাকা । আটক করা হয় মানস ব্যানার্জিকে । সেই সময় তার বাড়িতে ছিল দুর্গাপুরের পিন্টু শর্মা এবং আন্দুলের রাম স্বরূপ হাজরা । তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্যাঙ্গোলিনটিকে চুরি করা হয়েছিল ।

তদন্তকারীদের ধৃতরা জানিয়েছে, গতকাল সকালে দুর্গাপুর থেকে পিন্টু আসছিল মানসের বাড়ি । কোনা এক্সপ্রেসওয়েতে ছিল যানজট । সেইসময় সে বাস থেকে রাস্তায় নামে । দেখতে পায় ঝাড়খণ্ডের নম্বরের গাড়ি । ওই গাড়ির যাত্রীরা নিজেদের মধ্যে মারপিট করছে । এরই মাঝে পিন্টু ওই দুটি গাড়ির একটিতে বস্তা দেখতে পায় । সেই বস্তা তুলে নিয়ে মানসের বাড়িতে আসে । বস্তা খুলে তারা দেখতে পায় ওই প্যাঙ্গোলিন । এবার তারা ফোন করে রাম স্বরূপকে । পেশায় সে ব্যবসায়ী । সে প্যাঙ্গোলিনটি পাচারের মুখ্য ভূমিকা নিচ্ছিল ।

যদিও কাস্টমস ধৃতদের এই বক্তব্য পুরোপুরি বিশ্বাস করছে না । তাদের সন্দেহ, এই চক্রটি জড়িত বন্যপ্রাণী পাচারে । সেই চক্রের মাধ্যমেই এই প্যাঙ্গোলিন এসেছিল । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরোটা জানার চেষ্টা চালাচ্ছেন কাস্টমসের আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details