কলকাতা, 8 ডিসেম্বর: হৃদয়ের টানে কাঁটাতারের বেড়া সরিয়ে সুদূর পাকিস্তান থেকে কলকাতায় চলে এসেছেন করাচির জাভেরিয়া খানম ৷ আছেন তাঁর হবু স্বামী শামির খানের পার্ক সার্কাসের বাড়িতে ৷ সামনের জানুয়ারিতে তাঁদের নিকাহ ৷ তার আগে চুটিয়ে শ্বশুরবাড়ির শহরকে উপভোগ করছেন জাভেরিয়া ৷ জমিয়ে ফুচকা খাচ্ছেন ৷ চেখে দেখছেন কলকাতার বিরিয়ানি ৷ তাঁর হাতে আছে মাত্র 45 দিনের ভিসা ৷ কিন্তু আপাতত তাঁর চিন্তা সীমান্তের ওপারে বসবাসকারী দু'পক্ষের আত্মীয়-স্বজনদের ভিসা নিয়ে ৷ নিকাহতে আদৌ এসে পৌঁছতে পারবে শামীর ও জাভেরিয়ার পরিজনেরা !
করাচির 21 বছরের যুবতী জাভেরিয়া খানম ইতিমধ্যেই তাঁর ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য 45 দিনের ভিসায় চলে এসেছেন পার্ক সার্কাসে তাঁর হবু শ্বশুরবাড়িতে । সামনের বছর জানুয়ারিতেই শামীর খানের সঙ্গে নিকাহ সেরে ফেলতে চান তিনি । কিন্তু শামীর খানের পূর্বপুরুষেরা অনেকেই এখন পাকিস্তানের বিভিন্ন জায়গায় বসবাস করেন । ফলে পরিবার সূত্রে খবর, জাভেরিয়া খানম 45 দিনের ভিসা নিয়ে কলকাতায় এলেও, তাঁর পরিবার ও শামীরের পরিবার সেই নিকাহতে উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে ৷ জাভেরিয়ার পরিবার এবং তাঁর হবু শাশুড়ি অর্থাৎ শামীর খানের মায়ের পরিবারের সদস্যরা এত তাড়াতাড়ি পাকিস্তান থেকে ভারতে আসার ভিসা পাবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ৷
পরিবার সূত্রের খবর, ইতিমধ্যেই শামীর খান এবং জাভেরিয়া খানমের বিয়ে উপলক্ষে পাকিস্তান থেকে ভারতে আসার জন্য প্রায় 10 জনেরও বেশি সদস্য ভিসার জন্য আবেদন করেছেন । যদিও শামীর খান বলেন, এই বিয়ের জন্য তাঁর মা অত্যন্ত খুশি ৷ কিন্তু তিনি আরও খুশি হবেন যখন পরিবারের সব সদস্য নির্বিঘ্নে পৌঁছতে পারবেন তাঁদের কাছে । কলকাতায় হবু স্বামীর পার্ক সার্কাসের বাড়িতেই এখন আছেন পাকিস্তানের কন্যা জাভেরিয়া খানম এবং তাঁর বাবা আজমল ইসমাইল খানম । কন্যার বাবা আজমাল ইসমাইল এবং শামীর খানের বাবা আহমদ কমল খান ইউসুফজাই বর্তমানে বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছেন ।