পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্পেন-ফ্রান্স থেকে আসছেন নিমন্ত্রিতরা, পাকিস্তানি কনের বিয়ের আসরে সাজছে পার্ক সার্কাস

Pakistani girl in Kolkata: বেশ কয়েক বছরের প্রেম ৷ বহু চেষ্টার পর মাত্র 45 দিনের ভিসা মিলেছে ৷ সেই ভিসা নিয়েই পার্ক সার্কাসের প্রেমিককে বিয়ে করতে এসেছেন পাকিস্তানের যুবতী ৷ ভিসার মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি ৷

Pakistani girl in Kolkata
বিয়ে করতে পাকিস্তান থেকে পার্ক সার্কাসে যুবতী

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 6:44 PM IST

Updated : Dec 6, 2023, 9:36 PM IST

পাকিস্তানি কনের বিয়ের আসরে সাজছে পার্ক সার্কাস

কলকাতা, 6 ডিসেম্বর: ভালোবাসা কোনও সীমানা মানে না ৷ ভালোবাসা ছিঁড়ে দেয় কাঁটাতারের বেড়াজাল ৷ রিল এবং রিয়েল লাইফে বারেবারে তারই প্রমাণ মিলেছে ৷ পর্দার বীর প্রেমের টানে সীমান্ত পার করে পাকিস্তানে পাড়ি দিয়েছিল জারাকে কাছে পেতে ৷ গদরে নানা বাধা বিপত্তিতেও ডরায়নি তারা সিং ৷ বহু বৈরিতার মুখে পড়লেও সাকিনার জন্য তিনি ছুটেছেন প্রতিবেশী দেশে ৷ কাট টু রিয়েল লাইফ ৷ খুব বেশিদিন আগেকার কথা নয় ৷ সোশাল মিডিয়ার বন্ধু সচিন মীনার প্রেমে হাবুডুবু খেয়ে এ দেশে চলে এসেছিলেন পাকিস্তানের সীমা হায়দার ৷ আর ভালোবাসারই অমোঘ টানে স্বামী ও সন্তানদের ফেলে পাকিস্তানে গিয়ে প্রেমিক নাসরুল্লাহকে বিয়েই করে ফেলেন মধ্যপ্রদেশের অঞ্জু ৷ এ নিয়ে দু'দেশের মধ্যে কম জলঘোলা হয়নি ৷ আবারও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুই দেশের বাসিন্দা ৷ পার্ক সার্কাসের বরের সঙ্গে বিয়ে করতে কলকাতায় এসেছেন পাকিস্তানের কনে ৷ তবে এ ক্ষেত্রে সবকিছু হচ্ছে আইন-কানুন মেনেই ৷

মাত্র 45 দিনের ভিসা পেয়ে বিয়ে করতে পাকিস্তান থেকে সোজা পার্ক সার্কাস ৷ আটারি সীমান্ত পেরিয়ে প্রথমে এ দেশে আগমন ৷ তারপর বিমানে চড়ে কলকাতা ৷ পার্ক সার্কাসের যুবক শামীর খানের সঙ্গে নিকাহ করাচির বাসিন্দা 21 বছরের জাভেরিয়া খানমের । আগামী জানুয়ারি মাসের মধ্যেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৷

2018 সাল থেকে পার্ক সার্কাসের শামীরের সঙ্গে পরিচয় জাভেরিয়ার । মায়ের মোবাইল ফোনে তাঁর ছবিটা প্রথম দেখেছিলেন শামীর ৷ আর ব্যাস ৷ লাভ অ্য়াট ফার্স্ট সাইট ৷ তখনই শামীর মনস্থির করে ফেলেন যে, জাভেরিয়াকেই বিয়ে করবেন । তারপর থেকেই সোশাল মিডিয়া ও ভিডিয়ো কলে শুরু হয়ে যায় প্রেমপর্ব ৷

কিন্তু ভারত থেকে পাকিস্তানে গিয়ে কিংবা পাকিস্তান থেকে ভারতে এসে বিয়েটা বেশ জটিল ছিল ৷ একাধিকবার ভিসা বাতিল হয়েছে ৷ অবশেষে বেশ কয়েক বছরের অপেক্ষার পর ভারতে আসার জন্য 45 দিনের ভিসা পান জাভেরিয়া ৷ সেই ভিসা নিয়ে গতকালই তিনি কলকাতায় এসেছেন ৷ এখন পার্ক সার্কাসে রয়েছেন কলকাতার হবু পাকিস্তানি পুত্রবধূ ৷

বুধবার ইটিভি ভারত শামীরের পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও পরিবারের তরফ থেকে জানানো হয় যে, মাত্র হাতে গোনা কয়েকটা দিনের ভিসা পেয়ে জাভেরিয়া পাকিস্তানের করাচি থেকে ভারতে এসেছেন । ফলে তাঁরা এখন তাঁদের ভবিষ্যৎ এবং কীভাবে তাঁরা বিয়ে সম্পন্ন করবেন সে দিকেই বেশি মনোযোগী হতে চান ৷ ফলে ক্যামেরার সামনে তাঁরা কেউই সরাসরি দাঁড়াতে প্রস্তুত ছিলেন না ।

এ দিকে, সূত্র মারফত জানা গিয়েছে, পার্ক সার্কাসের বাসিন্দা শামীর খানের পারিবারিক ব্যবসা রয়েছে । ইতিমধ্যেই পর্তুগাল, ফ্রান্স, সুইডেন, রাশিয়া, স্পেন থেকে দলে দলে কলকাতায় আসার প্রস্তুতি নিয়ে ফেলেছেন শামীর খানের বন্ধুরা । ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই বিয়েকে কেন্দ্র করে উৎসাহ রয়েছে ৷ পাকিস্তানের কনেকে একবার চোখের দেখা দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন বাড়ির চারপাশে ।

ইতিমধ্যেই শামীরের বাড়িতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থার করা হয়েছে । পরিবার সূত্রে খবর, অতি কষ্ট করে তারা তাদের হবু পুত্রবধূকে পাকিস্তান থেকে এই দেশে আনতে পেরেছেন । 45 দিনের ভিসা নিয়ে ভারতে এলেও সেই ভিসার দিন বা মেয়াদ বৃদ্ধির জন্য ইতিমধ্যেই আবেদনও করা হয়ে গিয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে । ফলে কোনও কারণে যাতে সেই ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন বাতিল না হয়ে যায়, সে দিকেও নজর রাখছে পরিবার ।

তবে শামীরের পরিবারের দাবি, নিকাহ বা বিয়ের পর অবশ্যই এমন ব্যবস্থা করবেন, যাতে পাকিস্তানে কন্যা ও ভবিষ্যতে ভারতের তথা কলকাতার এই পুত্রবধূকে প্রত্যেকেই অভিনন্দন জানাতে পারেন ৷

আরও পড়ুন:

  1. প্রেমের শুরু কাঠমাণ্ডুতে ! সীমা-সচিন বিতর্কে নয়া মোড়
  2. বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই'
  3. অঞ্জু এখন ফতিমা, ভারতে ফেরা নিয়ে ভিডিয়ো বার্তায় বড় দাবি স্বামী নাসরুল্লাহর
Last Updated : Dec 6, 2023, 9:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details