কলকাতা, 10 জুন : নিউটাউনে সুখবৃষ্টি আবাসনের 201 নম্বর ফ্ল্যাটে মৃত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার এবং জসপ্রীত সিংয়ের থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । এগুলি কোথা থেকে তৈরি হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । সূত্রের খবর, দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া সিমকার্ডের মধ্যে একটি পাকিস্তানি বলে জানা গিয়েছে । উদ্ধার হয়েছে 89 রাউন্ড গুলি । যার মধ্যে বেশির ভাগ গুলি পয়েন্ট 30 বোরএর ।
এছাড়াও নিউটাউনের ফ্ল্যাট থেকে একটি ব্যাগ উদ্ধার হয় যেটির পিছনে উর্দু ভাষায় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের একটি জামা-কাপড়ের দোকানের নাম ও ঠিকানা লেখা রয়েছে । যার জেরে তদন্তকারীদের অনুমান, কলকাতা আসার আগে পাকিস্তানে যাতায়াত করেছিল গ্যাংস্টাররা । অথবা, পাকিস্তানের কেউ ভারতে এসে গা ঢাকা দিয়ে রয়েছে, এমন কারও সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অনুমান করা হচ্ছে ।
আরও পড়ুন : বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের