পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Newtown Encounter : দুষ্কৃতীদের কাছে পাক সিম এল কীভাবে, উত্তর খুঁজছে পুলিশ - Newtown Encounter

তদন্তকারীদের অনুমান, কলকাতা আসার আগে পাকিস্তানে যাতায়াত করেছিল গ্যাংস্টাররা । অথবা, পাকিস্তানের কেউ ভারতে এসে গা ঢাকা দিয়ে রয়েছে, এমন কারও সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অনুমান করা হচ্ছে ।

Punjab Gangsters gunned down at Kolkata
ছবি

By

Published : Jun 10, 2021, 4:28 PM IST

Updated : Jun 10, 2021, 9:02 PM IST

কলকাতা, 10 জুন : নিউটাউনে সুখবৃষ্টি আবাসনের 201 নম্বর ফ্ল্যাটে মৃত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার এবং জসপ্রীত সিংয়ের থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । এগুলি কোথা থেকে তৈরি হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । সূত্রের খবর, দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া সিমকার্ডের মধ্যে একটি পাকিস্তানি বলে জানা গিয়েছে । উদ্ধার হয়েছে 89 রাউন্ড গুলি । যার মধ্যে বেশির ভাগ গুলি পয়েন্ট 30 বোরএর ।

এছাড়াও নিউটাউনের ফ্ল্যাট থেকে একটি ব্যাগ উদ্ধার হয় যেটির পিছনে উর্দু ভাষায় পাকিস্তানের পঞ্জাব প্রদেশের একটি জামা-কাপড়ের দোকানের নাম ও ঠিকানা লেখা রয়েছে । যার জেরে তদন্তকারীদের অনুমান, কলকাতা আসার আগে পাকিস্তানে যাতায়াত করেছিল গ্যাংস্টাররা । অথবা, পাকিস্তানের কেউ ভারতে এসে গা ঢাকা দিয়ে রয়েছে, এমন কারও সঙ্গে এদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অনুমান করা হচ্ছে ।

আরও পড়ুন : বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

জয়পাল ভুল্লারের পাক যোগ সম্পর্কে আগেই কলকাতার এসটিএফকে ইনপুট দিয়েছিল পঞ্জাব পুলিশ । মাদক ব্যবসার ক্ষেত্রে পাকিস্তানের যোগাযোগ ছিল বলেই জানিয়েছিল পঞ্জাব পুলিশ । দুষ্কৃতী থেকে আন্তর্জাতিক মানের মাদক কারবারী হয়ে উঠেছিল সে ।

পাশাপাশি অস্ত্র ব্যবসা সম্পর্কেও তার যোগাযোগ নিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ । তবে সরাসরি সন্ত্রাসবাদী কাজের সঙ্গে জয়পাল ও তার সঙ্গীরা যুক্ত হয়ে পড়েছিল কি না সে বিষয়ে এখন তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ।

আজ আবাসনের 201 নম্বর ফ্ল্যাটে আসে ফরেনসিক দল । ফরেনসিক দলের পাঁচ সদস্য আজ আবাসনে আসেন । তাঁরা আশপাশের ফ্ল্যাটেও নমুনা সংগ্রহ করেন । মূলত দুষ্কৃতীরা কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, ফ্ল্যাটের কোন কোন জায়গা থেকে গুলি চালিয়েছিল এবং ওই ফ্ল্যাটে কারা কারা এসেছিল তা জানতে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দল ।

Last Updated : Jun 10, 2021, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details