কলকাতা, 11 অগস্ট: পদার্থ বিজ্ঞানের গবেষক তথা পরমাণু বিজ্ঞানী পদ্মভূষণপ্রাপ্ত বিকাশ সিনহার জীবনাবসান ৷ শুক্রবার সকালে মিন্টো পার্কের কাছে তাঁর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 78 বছর ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পদ্মভূষণে সম্মানিত এই বিজ্ঞানী ৷ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কিছুদিন আগে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা গিয়েছে ৷ বিজ্ঞান জগতে এই নক্ষত্রপতনে শোকেরছায়া বিজ্ঞানীমহলে ৷ তাঁর প্রয়াণে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বিজ্ঞানীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘মহান বিজ্ঞানী বিকাশ সিনহার অকাল প্রয়াণে শোকাহত ৷ বাংলার এক কৃতী সন্তান, এই প্রতিভাবান পরমাণু ও পদার্থবিজ্ঞানী শুধুমাত্র জ্ঞানের জগতেই নয় ৷ বর্তমান জনজীবনে তাঁর অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন ৷ 2022 সালে আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ পুরস্কার 'বঙ্গবিভূষণ' প্রদান করেছিলাম ৷ মঞ্চে তাঁর উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল ৷ আমরা তাঁকে 2022 সালে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’-এ সম্মানিত করেছিলাম ৷ আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব, ছাত্র এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই ৷’’
মুর্শিদাবাদের কান্দিতে 1945 সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন বিকাশ সিনহা ৷ কলকাতার স্কটিশ চার্চ কলিজিয়েট স্কুল থেকে পড়াশোনার পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি ৷ সেখান থেকেই শুরু পদার্থ ও পারমাণবিক বিজ্ঞানের প্রতি ভালোবাসা ৷ দীর্ঘদিন ধরে ভারতের পরমাণু পরীক্ষণ থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ নিয়েছিলেন তিনি ৷ ভাবা অ্যাটমিক সেন্টার এবং ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের সঙ্গেও যুক্তছিলেন বিজ্ঞানী বিকাশ সিনহা ৷