কলকাতা, 8 জুন: ছ'বছর পর প্রত্যাবর্তন পি সেন ট্রফির ৷ দশটি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ৷ 18 জুন পি সেন ট্রফি শুরু করার কথা জানিয়েছেন সিএবির সভাপিত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ 2017 সাল থেকে সময়ের অভাবে প্রবীর সেন মেমোরিয়াল ট্রফির আয়োজন করা সম্ভব হয়ে উঠছিল না ৷ ফলত ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্ট গত কয়েকবছরে ব্রাত্যই রয়ে গিয়েছিল ৷
এর মধ্যে করোনা অতিমারি পি সেন ট্রফি আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দেয় ৷ তবে 2023 থেকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগী ছিল ৷ তারই ফলশ্রুতি হিসেবে জুন মাসের তৃতীয় সপ্তাহে পি সেন ট্রফির শুরু হতে চলেছে ৷
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি আগেই ইটিভি ভারতের প্রতিনিধিকে এই আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ৷ দল সংখ্যা আট থেকে দশের মধ্যে থাকার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি ৷ সেইমতো দশ দলীয় পি সেন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিল সিএবি ৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "পি সেন ট্রফি খুবই ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট ৷ দেশের সেরা ক্রিকেটাররা একসময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন ৷ তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল ৷ নকআউট এই টুর্নামেন্টের ফাইনাল ইডেনে হবে দিনরাতের ৷"