পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ কলকাতায় চালু আরও একটি অক্সিজেন পার্লার - দক্ষিণ কলকাতায় অক্সিজেন পার্লার

আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্ট হলে এই অক্সিজেন পার্লারে নিয়ে যাওয়া যাবে । যতক্ষণ না তার শ্বাসকষ্ট দূর হচ্ছে ততক্ষণ অক্সিজেন দেওয়া হবে । প্রয়োজন হলে এখান থেকেই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে করোনা আক্রান্ত রোগীদের ।

Oxygen Parlour
Oxygen Parlour

By

Published : May 17, 2021, 5:58 PM IST

কলকাতা, 17 মে : দক্ষিণ কলকাতায় চালু হল আরও এক অক্সিজেন পার্লার । করোনা পরিস্থিতিতে অক্সিজেনের সংকট প্রকট হয়ে উঠেছে । স্থানীয় জনপ্রতিনিধি ও কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিংয়ের উদ্যোগে 13 নম্বর বোরো 118 নম্বর ওয়ার্ডে এই অক্সিজেন পার্লারটি শুরু করা হল । 28, এ, এস এন রায় রোডে এই অক্সিজেন পার্লারটি আজ থেকে শুরু করা হয় ।

প্রাথমিকভাবে তিনটি বেড রয়েছে এই অক্সিজেন পার্লারে । সেই সঙ্গে রয়েছে চারটি অক্সিজেন সিলিন্ডার । এই অক্সিজেন পার্লারে থাকছে দুজন প্রশিক্ষিত নার্স । আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্ট হলে এই অক্সিজেন পার্লারে নিয়ে যাওয়া যাবে । নার্সরা অক্সিজেন মাস্ক লাগিয়ে দেবেন । যতক্ষণ না তার শ্বাসকষ্ট দূর হচ্ছে ততক্ষণ অক্সিজেন দেওয়া হবে । প্রয়োজন হলে এখান থেকেই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে করোনা আক্রান্ত রোগীদের । সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন দেওয়া হবে আক্রান্তদের ।

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি তারক সিং জানিয়েছেন প্রাথমিকভাবে 3 টি বেড নিয়ে তৈরি করা হলেও প্রয়োজনে বেডের সংখ্যা আরও বাড়ানো হবে । এস এন রায় রোডে তারক সিংয়ের কার্যালয়ের ওপরে আরো একটি ঘর রয়েছে‌ । প্রয়োজন হলে সেখানেও আরও কুড়ি বেডের অক্সিজেন পার্লার তৈরি করা হবে । 24 ঘণ্টা এই অক্সিজেন পার্লার খোলা থাকবে । নার্সরাও 24 ঘণ্টা থাকবেন এই অক্সিজেন পার্লারে ।

ABOUT THE AUTHOR

...view details