পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউন আপডেট : দ্রুত সংক্রমণ বাড়ছে দিল্লিতে - unlock one

গ্রাফিক্স
গ্রাফিক্স

By

Published : Jun 19, 2020, 7:16 AM IST

06:12 June 19

দিল্লি, 19 জুন : লকডাউনের আজ 87 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • মুম্বইয়ে নতুন করে আক্রান্ত 1298 জন
  • সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে । গত 24 ঘণ্টায় এখানে নতুন করে আক্রান্ত 435 জন
  • জম্মু ও কাশ্মীরে গত 24 ঘণ্টায় আক্রান্ত 149 জন
  • উত্তরাখণ্ডে নতু করে আক্রান্ত 23 জন
  • মণিপুরে নতুন করে আক্রান্ত 54 জন
  • গত 24 ঘণ্টায় ঝাড়খণ্ডে কোরোনা আক্রান্ত 23 জন
  • ফের একদিনে সর্বোচ্চ । দিল্লিতে গত 24 ঘণ্টায় আক্রান্ত 2877
  • অসমে নতুন করে সংক্রমিত 43 জন
  • মধ্যপ্রদেশে নতুন করে কোরোনা আক্রান্ত 55 জন
  • তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 352 জন । বেশিরভাগ আক্রান্তই গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপালিটির বাসিন্দা
  • হরিয়ানার আমবালায় নতুন করে আক্রান্ত 29 জন
  • হরিয়ানায় আত্মঘাতী 55 বছরের কোরোনা রোগী । এরাজ্যে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 386 জন

ABOUT THE AUTHOR

...view details