পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আনলক লাইভ : শেষ 24 ঘণ্টায় দার্জিলিঙে কোরোনায় সংক্রমিত 72 - Unlock 3

Unlock
আনলক 3

By

Published : Aug 4, 2020, 6:43 AM IST

06:02 August 04

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • কোরোনায় রাজ্য একদিনে রেকর্ড মৃত্যু ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে মোট মৃত্যু হয়েছে 53 জনের । 2716 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।
  • রাজ্যে ফের পরিবর্তন করা হল লকডাউনের দিন । 5, 8, 20 , 21 , 27 , 28 ও 31 অগাস্ট রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে ।
  • শিলিগুড়িতে একদিনে কোরোনায় মৃত্যু হয়েছে সাতজনের ।
  • শেষ 24 ঘণ্টায় দার্জিলিঙে 72 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।
  • কোচবিহারে একটানা চারদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন ।
  • কোরোনায় আক্রান্ত CPI(M) নেতা মহম্মদ সেলিম । রবিবার তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

ABOUT THE AUTHOR

...view details