আনলক লাইভ : মুর্শিদাবাদে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার - Unlock-3
আনলক
06:07 August 10
সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
- রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 939 জন ৷ মৃত্যু হয়েছে 54 জনের ৷
- SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারকে কোরোনায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হোক । পাশাপাশি প্রতিটি কর্পোরেট হাসপাতালে ন্যূনতম 25 শতাংশ বেড সংরক্ষিত করা হোক । মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই দাবি পেশ করল রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন ।
- স্বাধীনতা দিবসে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামে চালু হচ্ছে 70 শয্যাবিশিষ্ট সেফ হোম ৷ টিভি, ওয়াইফাই সহ একাধিক পরিষেবা থাকবে ৷
- মুর্শিদাবাদে একদিনে কোরোনায় আক্রান্ত 74 । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1106 জন ।
Last Updated : Aug 10, 2020, 7:05 AM IST